আইপিএল ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটা?

আইপিএল ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটা?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এর মাঝেই চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় আইপিএল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। রোববার সন্ধ্যার এই ফাইনাল ঘিরে দর্শক-সমর্থকদের মাঝে আছে বৃষ্টির শঙ্কা।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, রোববার সকাল থেকেই চেন্নাইয়ের আকাশ কালো মেঘে ঢাকা। দিনে বিক্ষিপ্ত-হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আইপিএল ফাইনালের জন্য আগে থেকেই রিজার্ভ ডে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ক্রিকেটপ্রেমীদের চাওয়া, ম্যাচ যেন পিছিয়ে না যায়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকালের দিকে চেন্নাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ক্রমেই পরিষ্কার হবে। দুপুরের দিকে সামান্য বৃষ্টিও হতে পারে। তবে সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭০ শতাংশের কাছাকাছি। আইপিএল ফাইনাল আয়োজন করতে অসুবিধা হবে না বলেই মনে করছেন আয়োজকেরা।

মন্তব্য করুন: