বাংলাদেশ ভালো দল, মিডিয়া ওদের চাপে রাখে: যুক্তরাষ্ট্র কোচ

বাংলাদেশ ভালো দল, মিডিয়া ওদের চাপে রাখে: যুক্তরাষ্ট্র কোচ

জাতীয় দলের কোচ এবং গেম ডেভলপমেন্টে দীর্ঘদিন কাজ করা স্টুয়ার্ট ল বাংলাদেশের ক্রিকেটকে খুব কাছ থেকে জানেন। গত মাসে তিনি যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব নিয়েছেন। দায়িত্বের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জয়ে তার আনন্দিত হওয়াই স্বাভাবিক। তাই বলে বাংলাদেশকে খারাপ দল বলতে নারাজ স্টুয়ার্ট ল। বরং টাইগারদের ওপর মিডিয়ার চাপের কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।

সিরিজের প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারা বাংলাদেশ গত শনিবার আগ্রাসী ক্রিকেট খেলে শেষ ম্যাচ জিতেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্ম্যান্স নিয়ে স্টুয়ার্ট ল বলেন, আমরা যে খুব ভালো দল, সেটা বাংলাদেশের মতো বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে দেখাতে পেরেছি। আমরা যদি ভারত, পাকিস্তানকেও হারাই, সেটা আমি অঘটন বলব না।

এসময় নিজের সাবেক শিষ্যদের নিয়েও মুখ খোলেন এই অস্ট্রেলিয়ান, বাংলাদেশ ভালো দল। আপনারাই (সংবাদমাধ্যম) ওদের ব্যাপক চাপে রাখেন। এই ব্যাপারটা আমি জানি। এই দলটায় এমন কয়েকজন আছে যারা ভালো মারতে পারে। আজ (শনিবার) দুজন ব্যাটসম্যান চমৎকার সব শট খেলেই রান করেছে। কয়েকজন ভালো বোলারও আছে, যাদের পেসও চমৎকার। আর স্পিনারদের কারণে বাংলাদেশ সব সময়ই শক্তিশালী থাকবে। ওদের ভালো একটা দল আছে।

মন্তব্য করুন: