আইপিএলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

ফাইনাল যতটা অগ্নিগর্ভ হওয়ার কথা ছিল, তার কিছুই হলো না। সানরাইজার্স হায়দরাবাদের ওপর ছড়ি ঘুরিয়ে একতরফাভাবে ম্যাচটা ৮ উইকেটে জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে তৃতীয় আইপিএল শিরোপা জিতল শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

সহজ টার্গেট তাড়ায় নেমে দলীয় ১১ রানে হোঁচট খায় আগ্রাসী মেজাজে থাকা কলকাতা। দুই বলে এক ছয় হাঁকানো সুনিল নারাইনকে শাহবাজ আহমেদের তালুবন্দি করেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। তবে তিনে নামা ভেঙ্কটেশ আয়ার অপর ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গী করে দারুণভাবে দলকে এগিয়ে নিতে থাকেন। কখনো আগ্রাসী, আবার কখনো দেখেশুনে ব্যাটিং করছিলেন তারা।

২৪ বলে ফাইনালের মঞ্চে ফিফটি পূরণ করেন ভেঙ্গটেশ আয়ার। দ্বিতীয় উইকেটে গুরবাজের সঙ্গে তার ৪৫ বলে ৯১ রানের জুটি ভাঙে নবম ওভারে। কলকাতা তখন জয় থেকে মাত্র ১২ রান দূরে। ৩২ বলে ৫ চার ২ ছক্কায় ৩৯ রান করে শাহবাজ আহমেদের শিকার হন আফগান ওপেনার। ভেঙ্কটেশ অপরাজিত থাকেন ২৬ বলে ৪ চার ৩ ছক্কায় ৫২ রানে। অধিনায়ক শ্রেয়স আইয়ার শেষদিকে নেমে এক ছক্কায় তিন বলে ৬* রান করেন। মাত্র ১০.৩ ওভারে জিতে যায় কলকাতা।

এর আগে রোবারের ফাইনালে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ইনিংসের পঞ্চম বলেই তাদের বড় ধাক্কাটা দেন মিচেল স্টার্ক। তার স্বপ্নের এক ডেলিভারিতে উড়ে যায় টুর্নামেন্টজুড়ে বিধ্বংসী ব্যাটিং করতে থাকা অভিষেক শর্মার (২) স্টাম্প। পরের ওভারেই গোল্ডেন ডাক মারেন অপর ওপেনার ট্রাভিস হেড।

মহাবিপদে পড়া হায়দরাবাদ আর ঘুরে দাঁড়াতে পারেনি। কলকাতার বোলাররা এদিন কাঁধে কাঁধ মিলিয়ে আক্রমণ করে যেতে থাকেন। রাহুল ত্রিপাঠী (৯), এইডেন মার্করাম (২৩ বলে ২০), নিতিশ কুমার (১৩), হাইনরিখ ক্লাসেন (১৭ বলে ১৬), শাহবাজ আহমেদ (৮), আব্দুল সামাদ (৪) কেউই রুখে দাঁড়াতে পারেনি! ৭৭ রানে ৭ উইকেট হারানোর পর হায়দরাবাদের স্কোর তিন অংকে যেতে পারবে কিনা- তা নিয়েই সংশয় তৈরি হয়।

তবে অধিনায়ক প্যাট কামিন্স আর জয়দেব উনাদকটের ব্যাটে ১৭তম ওভারে হায়দরাবাদের স্কোর একশ ছাড়ায়। কামিন্স এদিন আবারও ব্যাটারের ভূমিকায় অবতীর্ণ হন। ১৯তম ওভারের তৃতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৯ বলে ২ চার ১ ছক্কায় দলের সর্বোচ্চ ২৪ রান আসে তার ব্যাট থেকে। কলকাতার ৬ বোলারের সবাই এদিন উইকেট পেয়েছেন। ১৯ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।

মন্তব্য করুন: