আইসিসির মর্যাদা পেল মেজর লিগ ক্রিকেট
২৮ মে ২০২৪
মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরের চ্যাম্পিয়ন এমআই নিউ ইয়র্ক
দ্বিতীয় মৌসুম শুরুর আগে দারুণ এক সুসংবাদ পেয়েছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। যুক্তরাষ্ট্রের এই টি-টুয়েন্টি লিগটি লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা দিয়েছে আইসিসি। ফলে এখন থেকে এই লিগের ম্যাচগুলোকে স্বীকৃত টি-টুয়েন্টি হিসেবে গণ্য করা হবে।
সোমবার এমএলসিকে লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা দেওয়ার বিষয়টি জানায় আইসিসি।
এতদিন ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগগুলোর লিস্ট-এ মর্যাদা পাওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত ছিল আয়োজক দেশগুলোকে আইসিসির পূর্ণ সদস্য দেশ হতে হবে। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করে আইসিসি। ফলে গত বছর ডিসেম্বরে সংস্থাটির প্রথম সহযোগী দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টুয়েন্টি লিস্ট-এ মর্যাদা পায়। এবার আইসিসির দ্বিতীয় সহযোগী সদস্য দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এমএলসিকেও একই মর্যাদা দেওয়া হলো।
লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, “আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের জন্য উচ্চ মানেরই স্বীকৃতি।”
এবারই প্রথম আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপ টি-টুয়েন্টির নবম আসরের সহ-আয়োজক তারা। এই টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহের মাথায় মাঠে গড়াবে এমএলসির দ্বিতীয় আসর। এবারের আসরে বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডসহ বিশ্বের আরও অনেক তারকা ক্রিকেটার অংশ নেবেন।
মন্তব্য করুন: