বাতিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ
২৮ মে ২০২৪
বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ডালাসে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।
ম্যাচ বাতিল হওয়ার বিষয়ে বিসিবির তরফ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই অঞ্চলের প্রতিকূল আবহাওয়ার কারণে অবকাঠামোর কথা বিবেচনা করে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।”
অন্যদিকে টেক্সাস রাজ্যের আবহাওয়ার সবশেষ অবস্থা জানিয়ে ডালাস মর্নিং নিউজ জানায়, ডালাসসহ উত্তর ও মধ্য টেক্সাসের ২১টি কাউন্টিতে বজ্রপাতসহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যার সতর্কতাও দেওয়া হয়েছে।
প্রস্তুতি ম্যাচের আগে টেক্সাসের হিউস্টনে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ১৯ নম্বরের থাকা দলটির কাছে নাজমুল হোসেন শান্তর দল ২-১ ব্যবধানে সিরিজটি হারে।
আগামী ৮ জুন ডালাসের এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
মূলপর্ব শুরুর আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে শান্তর দল। আগামী ১ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে তারা।
মন্তব্য করুন: