হামলার হুমকি: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি নিরাপত্তা

হামলার হুমকি: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি নিরাপত্তা

ক্রিকেটে ভারত-পাকিস্তানের লড়াই মানে দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও লড়াই শুরু হয়ে যাওয়া। এই রাজনৈতিক কারণেই প্রায় এক যুগ ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না দুই দল। শুধু আইসিসি আর এসিসির টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের দেখা হয়। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি ঘিরে ইতোমধ্যেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময় ২ জুন শুরু হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচটি ঘিরে হামলার হুমকি দিয়েছে ইসলামি স্টেট বা আইএস। তবে নিউ ইয়র্ক শহরের গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে জনজীবনে নিরাপত্তায় বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।তবু বাড়তি সতর্কতা হিসেবে ম্যাচটি ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিউ ইয়র্কের ভেন্যু ছাড়াও অন্য ভেন্যুগুলোতেও নিরাপত্তা জোরদার করা হবে।

আইসিসির এক মুখপাত্র বলেছেন, সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের খুব ভালো এবং শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা আছে। এই আয়োজনে যেকোনো ধরনের ঝুঁকি কমাতে বৈশ্বিক পরিস্থিতিতে নজর রাখার পাশাপাশি আয়োজক দেশের কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করা হচ্ছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, নিউ ইয়র্ক পুলিশকে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। এর মধ্যে আছে আইনের প্রয়োগ, নজরদারি এবং যাচাই-বাছাই করা। জনগণের নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয়, তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন: