কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে লোকের আগ্রহে বিরক্ত গম্ভীর

কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে লোকের আগ্রহে বিরক্ত গম্ভীর

বিরাট কোহলি আর গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের দুই বড় নাম। একসময় ছিলেন জাতীয় দলের সতীর্থ। কিন্তু মাঝে কিছু সময়ের জন্য দুজনের মাঝে সদ্ভাব ছিল না। গত আইপিএলে তো রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের মাঝে। সদ্য সমাপ্ত ২০২৪ আইপিএলে আবার তাদের মাঝে সদ্ভাব দেখা গেছে। কিন্তু কোহলির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে বিরক্ত বোধ করেন গম্ভীর।

'স্পোর্টসকিড়াকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন,(আমাদের সম্পর্ক নিয়ে) যেসব ধারণা প্রচলিত আছে, সেগুলো বাস্তব থেকে অনেক দূরে। আমার ও বিরাট কোহলির সম্পর্ক কেমন, সেটা এ দেশের মানুষের জানার প্রয়োজন নেই। নিজেদের প্রকাশ করার অধিকার, নিজেদের দলকে সর্বোচ্চ দিয়ে জেতানোর চেষ্টা করার অধিকার আমাদের আছে। আমাদের সম্পর্ক জনতাকে আলোচনার খোরাক জোগানোর জন্য নয়।

গম্ভীর চান বা না চান, কোহলির সঙ্গে তার সম্পর্ক ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে অন্যতম আলোচনার বিষয়। ভারতীয় মিডিয়াও গুরুত্বসহকারে এই খবর প্রকাশ করে। পাপারাজ্জিরা দুজনের পেছনে আঠার মতো লেগে থাকে কোনো বিশেষ মুহূর্ত ক্যামেরবন্দি করার আশায়। এই সময়ে কোহলি-গম্ভীরের সম্পর্ক ভালো হওয়া খুবই প্রয়োজন। কারণ, রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন গৌতম গম্ভীর।

এবারের আইপিএলে গম্ভীরকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ১০ বছর পর তারা আইপিএল শিরোপা জিতেছে। আগের দুটি শিরোপাও এসেছিল গম্ভীরের নেতৃত্বে। তাই গম্ভীরের এখন জয়জয়কার। নাইটদের নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে গম্ভীর বলেন, আমরা এখনো মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের চেয়ে দুটি ট্রফি কম জিতেছি। হ্যাঁ, আমি খুশি, সন্তুষ্ট। তবে আমরা এখনো আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হতে পারিনি। সেটা হতে গেলে আরও তিনটি ট্রফি জিততে হবে। তিনটি ট্রফি জিততে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তাই পরবর্তী লক্ষ্য হচ্ছে, কেকেআরকে আইপিএল ইতিহাসের সেরা দল হিসেবে তৈরি করা। এর চেয়ে ভালো কোনো অনুভূতি হতে পারে না।

মন্তব্য করুন: