কোহলির সমালোচনা করে হত্যার হুমকি পাওয়ায় ক্ষোভ সাইমন ডুলের

কোহলির সমালোচনা করে হত্যার হুমকি পাওয়ায় ক্ষোভ সাইমন ডুলের

বরাবরের মতোই আইপিএলে বিরাট কোহলিদের সঙ্গী হয়েছে ব্যর্থতা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিরোপার স্বাদ না পেলেও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কোহলি। ৭৪১ রান করেছেন ১৫৪.৭০ স্ট্রাইকরেটে। টুর্নামেন্টের শুরুতে অবশ্য কোহলির স্ট্রাইকরেট কম ছিল। তখন শুরু হয়েছিল সমালোচনা। কোহলির স্ট্রাইকরেটের সমালোচনা করায় হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন ধারাভাষ্যকার সাইমন ডুল!

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে সাইমন ডুল বলেছেন, “আমি একজন অসাধারণ খেলোয়াড়কে দেখেছি। তার আরও আধিপত্য বিস্তার করে খেলে উচিত। তাই আমি তার স্ট্রাইকরেট নিয়ে কথা বলেছিলাম। আমার কাছে মনে হয়েছিল, কোহলি হয়তো আউট হতে ভয় পায়।…  বাবর আজমের ব্যাপারেও আমি একই কথা বলেছিলাম। এরপর পাকিস্তানে বাবরকে যখন এটা বলি; তখন সে আমাকে বলেছিল যে, তার কোচেরাও নাকি এমনটাই বলে থাকে।”

ব্যাপক সমালোচনার পর নিজের ব্যাটিংয়ে বাড়তি কিছু শট যুক্ত করেছিলেন কোহলি। এরপর তার স্ট্রাইকরেট বাড়তে থাকে। কোহলিকে নিয়ে হাজারটা প্রশংসাসূচক কথা বলার পর একটা নেতিবাচক কথা বলতেই হত্যার হুমকি পাওয়াটা সাইমন ডুল মেনে নিতে পারছেন না।

“সে এত ভালো খেলোয়াড় যে তার আউট হওয়ার ভয় নিয়ে খেলা উচিত না, সবসময় আমি এটাই বলেছি। কোহলিকে নিয়ে হাজারটা ভালো কথা বলেছি। কিন্তু একটা নেতিবাচক কথা বলতেই কিংবা সেই কথার নেতিবাচকভাবে ব্যাখ্যা করে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটা লজ্জাজনক। কোহলির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। কিন্তু খেলার দিকে তাকালে দেখা যায়, ইমপ্যাক্ট প্লেয়ারের কারণে খেলাটা যেভাবে বদলে গেছে, তাতে ১৩০-১৩৫ স্ট্রাইকরেট এখন আর যথেষ্ট নয়।”

মন্তব্য করুন: