বিশ্বকাপে সবার ওপরে থাকবেন বুমরাহ ও হেড: পন্টিং
৩০ মে ২০২৪
আর দিন দুয়েক পরেই শুরু হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি কিংবা রান-সংগ্রাহক কে হবেন তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা। আর এই দৌড়ে যশপ্রীত বুমরাহ ও ট্র্যাভিস হেডকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
সদ্য শেষ হওয়া আইপিএলের দুর্দান্ত সময় কাটান বুমরাহ। তার দল মুম্বাই ইন্ডিয়ান্স ভালো করতে না পারলেও বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ডানহাতি এই পেসার। আসরে ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে ছিলেন উইকেট শিকারির তালিকার তিন নম্বরে। ওভার প্রতি রানও দেন সাড়ে ৬-এরও কম। ম্যাচে ৫ উইকেট শিকার করেন একবার।
ফলে এবারের বিশ্বকাপেও ভারতের এই পেসারকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন পন্টিং। তার বিশ্বাস, টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাবেন ভারতের তারকা পেসার। সম্ভাব্য সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের ভোট পেয়েছেন তার উত্তরসূরি ট্রাভিস হেড।
আইসিসি রিভিউয়ে বুমরাহকে প্রশংসায় ভাসিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই অধিনায়ক বলেন, “আমার মতে, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হবে যশপ্রীত বুমরাহ। একজন অসাধারণ পারফরমার হিসেবে সে বেশ কয়েক বছর ধরে দলে অবদান রাখছে। আমি কেবল তার কথা ভাবছি। সে দুর্দান্ত একটি আইপিএল কাটিয়েছে।”
“নতুন বলে সে কী করতে পারে, নতুন বল সুইং করায়… ওভারপ্রতি সাতেরও কম রান দিয়ে সে আইপিএল শেষ করেছে। সে উইকেট নেয়, কঠিন ওভারও করে। আর টি-টোয়েন্টিতে যখন কঠিন ওভার করবেন, সেটা অনেক উইকেট নেওয়ার সুযোগ করে নেয়। তাই, আমি তাকেই সমর্থন করছি।”
অন্যদিকে এবারের আইপিএলে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালান হেড। শেষের কয়েকটি ম্যাচ বাদে প্রায় প্রতি ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে এনে দেন উড়ন্ত সূচনা। ছয় বছর পর আইপিএলে খেলতে এসে বোলারদের ওপর ঝড় তোলে আসরের চতুর্থ সর্বোচ্চ রান-সংগ্রাহক হন এই বাঁহাতি ওপেনার। ১৫ ম্যাচে ৪ ফিফটি ও এক সেঞ্চুরিতে রান করেন ৫৬৭। হাঁকান টুর্নামেন্ট সর্বোচ্চ ৬৪টি চার ও ৩২টি ছক্কা। স্ট্রাইক-রেট ছিল ১৯১ দশমিক ৫৫!
আইপিএল ছাড়াও গত দুই বছরে ধরে অস্ট্রেলিয়া দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ হেড। গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অসাধারণ এক শতক হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখেন। এরপর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও হাঁকান দুর্দান্ত এই শতক। এই দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার পান তিনি। দুই ম্যাচেই প্রতিপক্ষ ছিল ভারত।
ব্যাট হাতে সাফল্যের এই ধারা হেড টি-টুয়েন্টি বিশ্বকাপেও ধরে রাখবেন বলে আশা প্রকাশ করা পন্টিং বলেন, “সর্বোচ্চ রান-সংগ্রাহক হবে ট্রাভিস হেড। আমার মনে হয়, গত কয়েক বছরে লাল বল হোক কিংবা সাদা বল, সে যা কিছু করেছে, সবই ছিল দুর্দান্ত। সে এই মুহূর্তে ভয়ডরহীন ক্রিকেট খেলছে।”
মন্তব্য করুন: