দেখে নিন টি-টুয়েন্টি বিশ্বকাপের স্টেডিয়ামগুলো
১ জুন ২০২৪
বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৬টায় মাঠে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের আসরে অংশ নিচ্ছে ২০টি দল। ওয়েস্ট ইন্ডিজের ৬টি ও যুক্তরাষ্ট্রের ৩টি স্টেডিয়াম মিলিয়ে মোট ৯টি ভেন্যুতে ৪টি গ্রুপে ভাগ হয়ে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে দলগুলো।
এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২০১০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর বসলেও এবারই প্রথম যুক্তরাষ্ট্রে আইসিসির প্রথম কোনো আসর বসছে। এজন্য নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে তারা ক্রিকেট বিশ্বের প্রথম মডিউলার বা অস্থায়ী স্টেডিয়াম বানিয়েছে। ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি এবারের বিশ্বকাপের সবচেয়ে বড়।
চলুন দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপের স্টেডিয়ামগুলো।
ওয়েস্ট ইন্ডিজ
অ্যান্টিগা
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম
ম্যাচ সংখ্যা: ৮টি
দর্শক ধারণ ক্ষমতা: ১০ হাজার
বার্বাডোজ
কেনসিংটন ওভাল
ম্যাচ সংখ্যা: ফাইনালসহ মোট ৯টি
দর্শক ধারণ ক্ষমতা: ২৮ হাজার
গায়ানা
প্রোভিডেন্স স্টেডিয়াম
ম্যাচ সংখ্যা: দ্বিতীয় সেমি-ফাইনালসহ মোট ৬টি
দর্শক ধারণ ক্ষমতা: ২০ হাজার
সেন্ট লুসিয়া
ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড
ম্যাচ সংখ্যা: ৬টি
দর্শক ধারণ ক্ষমতা: ১৫ হাজার
সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিন্স
আর্নোস ভালে স্টেডিয়াম, কিংসটাউন
ম্যাচ সংখ্যা: বাংলাদেশ – নেদারল্যান্ডস ও বাংলাদেশ – নেপাল ম্যাচসহ মোট ৫টি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে।
দর্শক ধারণ ক্ষমতা: ১৮ হাজার
ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো
ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি
ম্যাচ সংখ্যা: প্রথম সেমি-ফাইনালসহ মোট ৫টি
দর্শক ধারণ ক্ষমতা: ১৫ হাজার
যুক্তরাষ্ট্র
নিউ ইয়র্ক
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
ম্যাচ সংখ্যা: বাংলাদেশ – দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ মোট ৮টি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে।
দর্শক ধারণ ক্ষমতা: ৩৪ হাজার
ফ্লোরিডা
সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক, লডারহিল
ম্যাচ সংখ্যা: ৪টি
দর্শক ধারণ ক্ষমতা: ২৫ হাজার
টেক্সাস
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস
ম্যাচ সংখ্যা: বাংলাদেশ – শ্রীলঙ্কা ম্যাচসহ মোট ৪টি
দর্শক ধারণ ক্ষমতা: ১৫ হাজার
মন্তব্য করুন: