নিখুঁত ইয়র্কারের রহস্য জানালেন বুমরাহ

নিখুঁত ইয়র্কারের রহস্য জানালেন বুমরাহ

বল হাতে গতির ঝড় তোলার পাশাপাশি নিখুঁত ইয়র্কারের জন্য আলাদা সুখ্যাতি রয়েছে যশপ্রীত বুমরাহর। লাল বল হোক কিংবা সাদা, ইয়র্কারে সবসময়ই সেরা ভারতের এই পেসার। দ্রুতগতির সঙ্গে ইয়র্কারে ব্যাটারদের স্ট্যাম্প ভেঙেছেন অসংখ্যবার। অনেকের মনেই প্রশ্ন, ডানহাতি এই বোলারের নিখুঁত ইয়র্কারের পেছনের রহস্যটা কী? বিষয়টি খোলাসা করেছেন বুমরাহ নিজেই।

শনিবার বাংলাদেশের বিপক্ষে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারত। মাঠে নামার আগে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নিখুঁত ইয়র্কারের রহস্য উন্মোচন করেন বুমরাহ। তবে একদিনেই তিনি এই বোলিং কৌশলে দক্ষ হয়ে ওঠেননি। এর পেছনের গল্পটা লুকিয়ে আছে তার ছোটবেলায়।

বড় হওয়ার সময় আমি টেনিস বল রাবার বল দিয়ে অনেক খেলেছি। বিশেষ করে গ্রীষ্মকালীন ছুটির সময়ে বন্ধুদের সঙ্গে খেলে খেলে অভ্যস্ত হয়ে উঠেছি। তখন আমার মনে হতো উইকেট শিকারের এটাই (ইয়র্কার) একমাত্র উপায়। আমি ফাস্ট বোলিংয়ের বড় ভক্তও ছিলাম। টেলিভিশনে ফাস্ট বোলারদের (ইয়র্কার) দেখে মুগ্ধ হয়ে যেতাম। আমিও সে রকম কিছু করার চেষ্টা করতাম। টেনিস বল বা রাবার বলই আমার ইয়র্কার শেখার রহস্য কি না, জানি না। কিন্তু প্রতিনিয়ত অনুশীলন চালিয়ে যাওয়ার কারণেই আমি ইয়র্কার ভালোভাবে রপ্ত করতে পেরেছি।

২০১৬ সালে ভারতের হয়ে অভিষেক হওয়ার পর ধীরে ধীরে বুমরাহ হয়ে ওঠেন দলের পেস আক্রমণের কান্ডারি। এবারের বিশ্বকাপেও ৩০ বছর বয়সী এই পেসারের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। দলে থাকা বাকি দুই পেসার মোহাম্মদ সিরাজ অর্শদীপ সিং এই ফরম্যাটে খুব একটা অভিজ্ঞ নয়। বিশ্বকাপের মঞ্চে দরকার হলে তাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করার কথাও জানান তিনি।

নিশ্চয়ই আমি ওদের অতিরিক্ত কিছু শেখানোর চেষ্টা করব না। এটা এমন কিছু, যা আমি শিখেছি। তবে আমাকে ওদের প্রয়োজন হলে সহায়তা করব। এমন নয় যে ওরা শুধু ভাগ্যবান, তাই এখানে আসতে পেরেছে। আমি এখন পর্যন্ত যেসব অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলো ওদের সঙ্গে ভাগাভাগি করব। তবে ওদের ওপর বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না। উপায় সমাধান নিজেদেরই খুঁজে বের করতে হবে। এটা এই যাত্রারই অংশ।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন পর্যন্ত ৭৪ উইকেট নিয়ে এই ফরম্যাটে দেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বুমরাহ। তার ওপরে আছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (৯৬ উইকেট) অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (৯০ উইকেট) ডানহাতি এই পেসার দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকায় বুমরাহর সামনে সুযোগ আছে তাকে ছাড়িয়ে যাওয়ার।

মন্তব্য করুন: