লিটনের ব্যাটিং দেখে গ্যারি সোবার্সের কথা মনে হয়েছিল অশ্বিনের

লিটনের ব্যাটিং দেখে গ্যারি সোবার্সের কথা মনে হয়েছিল অশ্বিনের

বাংলাদেশের ক্রিকেটে এক রহস্যের নাম লিটন কুমার দাস। প্রতিভা আছে, অথচ দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে এখনও দলে জায়গা পোক্ত করতে পারেননি। ফর্মে থাকা লিটন দাসের ব্যাটিং নান্দনিক। কিন্তু তাকে ফর্মে দেখা যায় কদাচিৎ। গত ওয়ানডে বিশ্বকাপে তার ব্যাটিং দেখে রবিচন্দ্রন অশ্বিনের মনে হয়েছিল যেন গ্যারি সোবার্স ব্যাট করছেন। এমন প্রতিভা থাকতে লিটন কেন সেরাদের কাতারে যেতে পারছেন না, সে প্রশ্ন ভারতের স্পিন অল-রাউন্ডারের।

ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ইতিহাসের সেরা অল-রাউন্ডারদের একজন। টেস্টে ৫৭ গড়ে আট হাজারের বেশি রান করেছেন। ৩৪ গড়ে উইকেট নিয়েছেন ২৩৫টি। সোবার্স বাঁহাতি ছিলেন, কিন্তু লিটন ডানহাতি। তারপরও সোবার্সের ব্যাটিংয়ের সঙ্গে অশ্বিন লিটনের মিল খুঁজে পেয়েছিলেন ২০২৩ বিশ্বকাপে। ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন। এর আগে গত টি-টুয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষে লিটন ২৭ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে নজর দেওয়া যাক। আমি কখনো গ্যারি সোবার্সকে ডানহাতে ব্যাটিং করতে দেখিনি। কিন্তু (বিশ্বকাপ ম্যাচে) কেউ যদি বলত যে গ্যারি সোবার্স ডানহাতে ব্যাট করছে, আমি বলতাম, ‘হ্যাঁ তুমি ঠিক’। হুট করে খেলার ধারার বিপরীতে বাংলাদেশের কয়েকটি উইকেট পড়ে। এরপর লিটনও আউট হয়ে যায়। অথচ দেখে মনে হচ্ছিল, সে ৫০ ওভার ব্যাট করতে পারে এবং আউট হবে না।”

লিটনকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করে অশ্বিন আরও বলেন, “যখনই আমি লিটন দাসকে দেখি, মনে হয় এটা কে? কীভাবে এত সুন্দর খেলতে পারে? এবং কেন তুমি নিজেকে বিশ্ব চ্যাম্পিয়নদের কাতারে নিয়ে যেতে পারছ না? আমার খুব জানতে ইচ্ছে করে এই প্রশ্নগুলোর উত্তর।”

অশ্বিনের সেই শোতে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবিন উথাপ্পা। তিনি লিটনের সমস্যার সম্ভাব্য কারণ নিয়ে বলেন, “আমার মনে হয় এটার কারণ তারা যে পরিবেশে থাকে (সেটা)। সে একজন সুপার হাই-কোয়ালিটি ক্রিকেটার। বিশ্বমানের খেলোয়াড়। কিন্তু যে ইকোসিস্টেমে তারা থাকে, যে মানসিকতা ধারণ করে…(সেখানেই সমস্যা)। ওর উচিত নিজেকে আলাদা করে ফেলা এবং নিজস্ব হেডস্পেস তৈরি কর। নিজের তৈরি ইকোসিস্টেমে সে নিজে থাকবে। তাকে এটা করতেই হবে। নাহলে সর্বোচ্চ ধাপে সে পৌঁছতে পারবে না। আর আমরাও শুধু ঝলক দেখে যাব।”

মন্তব্য করুন: