স্পিন দিয়ে বোলিংয়ের বিশ্বকাপ প্রস্তুতি সারল বাংলাদেশ
১ জুন ২০২৪
বৈরী আবহাওয়ার কারণে প্রথম ম্যাচ বাতিল হওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচটিই ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সবশেষ প্রস্তুতির সুযোগ। কিন্তু যুক্তরাষ্ট্রের অচেনা কন্ডিশনে পেসারদের তেমন পরখ করেই দেখলেন না বাংলাদেশ অধিনায়ক। তিন পেসারকে দিয়ে বল করিয়েছেন মাত্র ৬ ওভার! আর ভারতের ইনিংস থেমেছে ৫ উইকেটে ১৮২ রানে।
শনিবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপ দলের সব খেলোয়াড়কে খেলানোর সুযোগ থাকলেও বাংলাদেশ মাঠে নামে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে ছাড়াই। অন্যদিকে ভারত দলে ছিলেন না বিরাট কোহলি।
এদিন মোট ৮ বোলারকে ব্যবহার করেন নাজমুল হোসেন শান্ত, যার মধ্যে স্পিনাররাই করেন ১৪ ওভার। বোলিং কোটা পূর্ণ করেন সাকিব ও শেখ মাহেদি হাসান। পেসারদের মধ্যে ৩ ওভার ৫ বল করেন শরীফুল ইসলাম। কিন্তু ইনিংসের শেষ বল করার আগে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই পেসার। বাকি দুই পেসারের মধ্যে সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব ১ ওভার করে বল করেন।
ইনিংসের দ্বিতীয় ওভারেই সাঞ্জু স্যামসনকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন শরীফুল। তবে শুরুর চাপ আর ধরে রাখতে পারেনি। সাকিব আল হাসানের ষষ্ঠ ওভারে রোহিত ও রিশাভ পান্ত মিলে নেন ২২ রান। পরের ওভারে ভারত অধিনায়ককে ফেরান মাহমুদউল্লাহ।
তবে অপর প্রান্তে বোলারদের ওপর ঝড় তোলেন পান্ত। ২০২২ সালের ডিসেম্বরে মারাত্মক সড়ক দুর্ঘটনার পর প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নেমেই তুলে নেন ফিফটি। ৫৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন এই উইকেটকিপার-ব্যাটার। সূর্যকুমার যাদব করেন ১৮ বলে ৩১ রান। শেষ দিকে ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া।
মাহেদি, শরীফুল, মাহমুদউল্লাহ ও তানভীর ইসলামের শিকার ১টি করে উইকেট।
মন্তব্য করুন: