উইন্ডিজদের ১৩৭ রানের লক্ষ্য দিল নিউ গিনি

উইন্ডিজদের ১৩৭ রানের লক্ষ্য দিল নিউ গিনি

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে তেমন সুবিধাই করতে পারল না পাপুয়া নিউ গিনি। তবুও শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় সম্মানজনক স্কোর দাঁড় করাতে পেরেছে তারা। ফলে জয় দিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করতে ক্যারিবিয়ানদের প্রয়োজন ১৩৭ রান।

রোববার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে মাঠে নামে ‘সি’ গ্রুপের এই দল। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিক বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে নিউ গিনির ব্যাটাররা। প্রথম ৫০ রানেই হারায় ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার কাজ করেন সেসে বাউ ও চার্স আমিনি।

নিজের পঞ্চাশতম আন্তর্জাতিক টি-টুয়েন্টি উইকেটে তাদের এই জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। ১৭তম ওভারে দলীয় ৯৮ রানে সাজঘরে ফেরেন ৫০ রান করা বাউ। তবে শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় নিউ গিনি। শেষ ৫ ওভারে দলের খাতায় তারা যোগ করেন ৪২ রান। ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার-ব্যাটার কিপলিন দরিগা।

ক্যারিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন রাসেল ও আলজারি জোসেফ।

মন্তব্য করুন: