নিউ গিনিকে হারিয়ে উইন্ডিজদের শুভ সূচনা

নিউ গিনিকে হারিয়ে উইন্ডিজদের শুভ সূচনা

আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে খুব বড় লক্ষ্য দিতে পারেনি পাপুয়া নিউ গিনি। তবে বোলারদের নৈপুণ্য স্বাগতিকদের জন্য সেই লক্ষ্যটিই কঠিন করে তুলেছিল নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা দলটি। কিন্তু রস্টন চেজ ও আন্দ্রে রাসেলের দাপটে শেষ রক্ষা আর হয়নি। ৫ উইকেটের জয়ে নিজেদের তৃতীয় শিরোপা অভিযান দারুণভাবে শুরু করেছে ক্যারিবিয়ানরা।

রোববার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গায়ানা ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে টেলএন্ডারদের কল্যাণে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় নিউ গিনি। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খেলেও ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারের প্রথম বলেই জনসন চার্লসকে সাজঘরে ফেরান আলেই নাও। ওভারের চতুর্থ বলে নিকোলাস পুরানকেও এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। তবে আম্পায়ার আউট না দেওয়ায় সে যাত্রায় বেঁচে যান পুরান। এরপর বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও খেলা শুরু হতেই নিউ গিনির ওপর ঝড় তোলেন ব্র্যান্ডন কিং ও পুরান।

দ্বিতীয় উইকেটে ৫৩ রান যোগ করে এই জুটি ম্যাচ নিজেদের দিকেই নিয়ে আসেন। তবে ৬৩ রানে পুরান (২৭) সাজঘরে ফিরলে স্বাগতিকদের ছন্দপতন হয়। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় নিউ গিনির বোলাররা। কিন্তু ষষ্ট উইকেটে চেজ-রাসেলের ১৮ বলে ৪০ রানের জুটিতে সেই আশা শেষ হয়ে যায়। রাসেল ৯ বলে ১৫ ও ২৭ বলে ৪২ রান করে ম্যাচসেরা হন চেজ।  

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ক্যারিবিয়ান বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে নিউ গিনির ব্যাটাররা। প্রথম ৫০ রানেই হারায় ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার কাজ করেন সেসে বাউ ও চার্স আমিনি।

নিজের পঞ্চাশতম আন্তর্জাতিক টি-টুয়েন্টি উইকেটে তাদের এই জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। ১৭তম ওভারে দলীয় ৯৮ রানে সাজঘরে ফেরেন ৫০ রান করা বাউ। তবে শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় নিউ গিনি। শেষ ৫ ওভারে দলের খাতায় তারা যোগ করেন ৪২ রান। ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার-ব্যাটার কিপলিন দরিগা।

মন্তব্য করুন: