প্রথম বল থেকে ছক্কা মারতে পারি না: বাবর আজম

প্রথম বল থেকে ছক্কা মারতে পারি না: বাবর আজম

বাবর আজম টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য উপযুক্ত নন বলে দেশটির অনেক সাবেক ক্রিকেটারই মাঝেমধ্যে মন্তব্য করে থাকেন। কারণ, তিনি টি-টুয়েন্টির প্রচলিত ধুম ধাড়াক্কা স্টাইলে ব্যাটিং করতে পারেন না। বড় বড় ছক্কা মারায় তার সুনাম নেই। চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তার স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপ শুরুর পর সেই সমালোচনার জবাব দিলেন পাকিস্তান অধিনায়ক।

একটি সাক্ষাৎকারে নিজের ব্যাটিংয়ের ধরন নিয়ে বাবর বলেন, ক্রিকেটে কখনও সন্তুষ্ট হওয়া যায় না। প্রথম প্রথম আমার স্ট্রাইকরেট কম থাকত। পরে আমি বুঝতে পেরেছি যে স্ট্রাইকরেট বাড়াতে হবে। তাই আমি পরিশ্রম করেছি। যেসব জায়গায় সমস্যা হতো, সেগুলো ঠিক করার চেষ্টা করেছি।

বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার মনে করেন, তার স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। কারণ, প্রতি ম্যাচে সমান স্ট্রাইক রেটে খেলা সম্ভব নয়। বাবরের ভাষায়, আমার স্ট্রাইকরেট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু প্রতি ম্যাচে একই স্ট্রাইকরেটে ব্যাট করা সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী স্ট্রাইকরেট বদলে যায়। কোনো ম্যাচে ১৫০ স্ট্রাইকরেট নিয়ে খেললে পরের ম্যাচেও যে সেটা করা সম্ভব, তার কোনো নিশ্চয়তা নেই।

তবে বাবর স্বীকার করে নিয়েছেন যে, ব্যাটিংয়ের শুরু থেকেই তিনি বড় শট খেলতে পারেন না। উইকেটে গিয়ে থিতু হতে হয়। পাকিস্তানের অধিনায়ক বলেন, আমার খেলার ধরন আলাদা। ব্যাট করতে নেমে উইকেটে থিতু হতে আমার কিছুটা সময় লাগে। সাইম আইয়ুব কিংবা ফখর জামানের মতো প্রথম বল থেকে আমি ছক্কা মারতে পারি না। এটাই আমার খেলার ধরন। সবার খেলার ধরন তো একরকম হয় না।

মন্তব্য করুন: