আর কত ‘ডাক’ মারবেন সৌম্য?

আর কত ‘ডাক’ মারবেন সৌম্য?

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ‘ডাক’ মারার রেকর্ডটি কার? টি-টুয়েন্টি বিশ্বকাপের শুরুতে এই প্রশ্নটি উঠেছে নতুন করে। প্রশ্ন ওঠার কারণ, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকার ‘ডাক’ মেরে ফেরার সময় এক সমর্থক তাকে এমন প্রশ্ন করেছিলেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ১২টি ‘ডাক’ মারার বিব্রতকর রেকর্ডটি তো সৌম্য সরকারেরই!

বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দুশ্চিন্তার প্রধান কারণ টপ অর্ডার। তিন ওপেনারের মধ্যে লিটন দাস একদমই ফর্মে নেই। সৌম্য সরকার বরাবরের মতোই অধারাবাহিক। একমাত্র নবীন ওপেনার তানজিদ হাসান তামিম কিছুটা রানে আছেন। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে তিনটি ফিফটি করেছেন। গড় ৪৭.৪০ হলেও স্ট্রাইকরেট মোটেও সুবিধার নয়- ১২৬.৭৩। সৌম্য সবশেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ৪৩ রান করেছিলেন। এই ফরম্যাটে তার সবশেষ ফিফটি ২০২১ সালে, ২৬ ইনিংস আগে।

সবশেষ ২৬টি ইনিংসে সৌম্য ‘ডাক’ মেরেছেন ৪টি। তারপরও লিটন দাস ফর্মে না থাকায় মন্দের ভালো হিসেবে তিনি হয়তো বিশ্বকাপে ইনিংস উদ্বোধন করবেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আত্মবিশ্বাসহীন লিটনের চেয়ে ফর্মে থাকা তানজিদের সঙ্গী হিসেবে মারকুটে সৌম্যই সেরা পছন্দ। তিন নম্বর পজিশন নিয়েও তো দুশ্চিন্তার অভাব নেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেই ফর্মহীনতায় ভুগছেন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনিও ‘ডাক’ মেরেছেন। টপ অর্ডারের এই সমস্যা নিয়েই ৬ জুন থেকে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

মন্তব্য করুন: