বিশাল ওপেনিং জুটিতে আফগানিস্তানের রান পাহাড়

বিশাল ওপেনিং জুটিতে আফগানিস্তানের রান পাহাড়

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তান দেখিয়ে দিল, তাদের ব্যাটিং গভীরতা কতটুকু। ১৫৪ রানের বড় ওপেনিং জুটিতে উগান্ডার বিপক্ষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৮৩ রান। টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যে কোনো পজিশনেই এটা চতুর্থ সর্বোচ্চ জুটি। শীর্ষে আছে গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস আর জস বাটলারের অবিচ্ছিন্ন ১৭০ রানের ওপেনিং পার্টনারশিপ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জারদানের তাণ্ডবে দ্রুত ঘুরছিল রানের চাকা। ২৮ বলে ফিফটি তুলে নেন রহমানুল্লাহ। এরপর জারদানও ফিফটি পূরণ করেন ৩৪ বলে। ১০ম ওভারে দলের স্কোর একশ ছাড়ায়। পরের পাঁচ ওভারে তারা আরও পঞ্চাশ রান তুলে ফেলে। রহমানুল্লাহ-ইব্রাহিমের জুটি ভাঙে ১৫তম ওভারে ১৫৪ রানে।

মাসাবার বলে বোল্ড হয়ে যান ৪৬ বলে ৯ চার ১ ছক্কায় ৭০ রান করা ইব্রাহিম। পরের ওভারের প্রথম বলে ক্যাচ দেন রহমানুল্লাহ। তার ৪৫ বলে ৭৬ রানের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কার মার। এই দুজন বিদায় নেওয়ার পর আফগানদের বাকি ব্যাটাররা তেমন কিছুই করতে পারেননি। মোহাম্মদ নবি ১৬ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। আর কেউ দুই অংকেও যেতে পারেননি। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তোলে আফগানিস্তান।

মন্তব্য করুন: