২ দিন লাগিয়ে ক্যারিবিয়ানে পৌঁছার সময় লাগেজ খোয়া কামিন্সের
৪ জুন ২০২৪
বিশ্বকাপ থেলতে সিডনি থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আসতে ট্রানজিট মিলিয়ে প্রায় দুই দিনের বেশি লেগেছে প্যাট কামিন্সের। এর ওপর আবার খোয়া গিয়েছিল অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক ও তার স্ত্রীর লাগেজ।
আগামী ৬ জুন বার্বাডোজের ব্রিজটাউনে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে। দলের বেশিরভাগ সদস্য আগেই ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেছেন। তবে আইপিএলের প্লে অফ খেলা ক্রিকেটাররা দেশে ফিরে বিশ্রাম নিয়ে উইন্ডিজের বিমানে উঠেন।
সিডনি থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার পথেই কামিন্সের লাগেজ খোয়া গিয়েছিল বলে জানিয়েছে ক্রিকেট অস্টেলিয়ার ওয়েবসাইট। তবে পরবর্তীতে সেই লাগেজ উদ্ধারও করা হয়েছে।
এই যাত্রাপথে ফ্লাইট পরিবর্তন ও ট্রানজিটের জন্য মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সিডনি থেকে ক্যারিবিয়ান অঞ্চলে পৌঁছতে তাদের দুই দিনের বেশি লেগেছে। ইনস্টাগ্রামে কামিন্সের স্ত্রী বেকি তাদের শিশু সন্তানের ক্লান্ত ছবি পোস্ট করে লিখেছেন, ‘তিনটি ফ্লাইট, একটি বাতিল, ৫০ ঘণ্টা এবং লাগেজ হারানো।”
মন্তব্য করুন: