উগান্ডাকে ৫৮ রানে গুটিয়ে আফগানিস্তানের বিশাল জয়

উগান্ডাকে ৫৮ রানে গুটিয়ে আফগানিস্তানের বিশাল জয়

আফগানিস্তানের সামনে পাত্তাই পেল না প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা। ফজলহক ফারুকির ৫ উইকেট আর রশিদ খানের ঘূর্ণি বলে তারা গুটিয়ে গেল মাত্র ৫৮ রানে। ১২৫ রানের বিশাল জয়ে বিশ্বকাপ শুরু করল আফগানিস্তান।

রান তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া উইকেট হারায় উগান্ডা। এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। রবিনসন ওবুয়া (১৪) আর রিয়াজাত আলী শাহ (১১) ছাড়া আর কেউই দুই অংকে যেতে পারেননি। ১৬ ওভারে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নেন ফারুকি। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন নভিন উল হক আর রশিদ খান।

এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৩ রান তোলে আফগানিস্তান। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জারদানের তাণ্ডবে দ্রুত ঘুরছিল রানের চাকা। ২৮ বলে ফিফটি তুলে নেন রহমানুল্লাহ। এরপর জারদানও ফিফটি পূরণ করেন ৩৪ বলে। ১০ম ওভারে দলের স্কোর একশ ছাড়ায়। পরের পাঁচ ওভারে তারা আরও পঞ্চাশ রান তুলে ফেলে। রহমানুল্লাহ-ইব্রাহিমের জুটি ভাঙে ১৫তম ওভারে ১৫৪ রানে।

ব্রায়ান মাসাবার বলে বোল্ড হয়ে যান ৪৬ বলে ৯ চার ১ ছক্কায় ৭০ রান করা ইব্রাহিম। পরের ওভারের প্রথম বলে ক্যাচ দেন রহমানুল্লাহ। তার ৪৫ বলে ৭৬ রানের ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কার মার। এই দুজন বিদায় নেওয়ার পর আফগানদের বাকি ব্যাটাররা তেমন কিছুই করতে পারেননি। মোহাম্মদ নবি ১৬ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। আর কেউ দুই অংকেও যেতে পারেননি। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তোলে আফগানিস্তান।

মন্তব্য করুন: