স্টেডিয়ামের বদলে পার্কে অনুশীলন ভারতের

স্টেডিয়ামের বদলে পার্কে অনুশীলন ভারতের

টি-টুয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দলগুলো অপর্যাপ্ত সুযোগ-সুবিধা নিয়ে অভিযোগ করে আসছে। শ্রীলঙ্কা দল তো আইসিসি বরাবর আনুষ্ঠানিক অভিযোগই করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা যুক্তরাষ্ট্রে ক্রিকেট সংস্কৃতি না থাকায় ব্যবস্থাপনায় নানা সমস্যা দেখা দিয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করব ভারত। এই ম্যাচ সামনে রেখে অনুশীলনের জন্য ভারতীয় দল কোনো স্টেডিয়াম বা ইনডোর সুবিধা পায়নি। তারা অনুশীলন করছে নিউ ইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে। যেখানে বিশ্বকাপের মতো ইভেন্টে দলগুলোর অনুশীলনের জন্য স্টেডিয়ামের ব্যবস্থা থাকা উচিত, সেখানে ভারতীয় দল অনুশীলন করছে একটি পাবলিক পার্কে।

স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে রাহুল দ্রাবিড় বলেন, “বিশ্বকাপে অবশ্যই আপনার জন্য বড় স্টেডিয়াম অথবা প্রচলিত ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে। কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি। একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত।”

এর আগে শ্রীলঙ্কা দল অভিযোগ করেছিল, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তাদের হোটেল ১ ঘণ্টা ৪০ মিনিটের দূরত্ব। এটা নিয়ে তারা আইসিসি বরাবর আনুষ্ঠানিক অভিযোগও করেছে। সেই সঙ্গে তাদের চারটি ম্যাচ ভিন্ন ভেন্যুতে হওয়ায় যোগ হয়েছে বাড়তি ভ্রমণক্লান্তি। তাছাড়া দক্ষিণ আফ্রিকা-শ্রীরঙ্কা ম্যাচের ড্রপ ইন পিচ নিয়েও দুই দল অসন্তোষ প্রকাশ করেছে। শ্রীলঙ্কার দেওয়া ৭৮ রানের টার্গেট তাড়ায় দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে হয়েছে ১৬.২ ওভার!

মন্তব্য করুন: