ভারতের কোচ হিসেবে গম্ভীরকে যোগ্য মনে করেন গাঙ্গুলী

ভারতের কোচ হিসেবে গম্ভীরকে যোগ্য মনে করেন গাঙ্গুলী

রাহুল দ্রাবিড়ের জায়গায় কে হচ্ছেন ভারতের প্রধান কোচ? এই প্রশ্নটিই এখন ঘুরছে দেশটির ক্রিকেটাঙ্গনে। কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক ওপেনার গৌতম গম্ভীর। এর আগে রিকি পন্টিংসহ বেশ কয়েকজন বিদেশি কোচের নাম শোনা গেলেও এখন আর শোনা যাচ্ছে না। এবার জাতীয় দলের কোচ হওয়া নিয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক তথা সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

কলকাতায় সোমবার সৌরভকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তার ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা আছে কিনা? জবাবে সৌরভ বলেন, অবশ্যই ভারতীয় দলের কোচ হতে পারলে আমার ভালোই লাগবে। তবে সে (গম্ভীর) যদি কোচ হতে চায়, তাহলে আমি মনে করি, সে একজন যোগ্য প্রার্থী।

কয়েকদিন আগে ভারতীয় দলের কোচ হওয়ার বিষেয়ে গম্ভীর বলেছিলেন, আমি ভারতীয় দলের কোচ হতে পারলে ভালোই লাগবে। এর চেয়ে সম্মানের আর কিছু হতেই পারে না। নিজের দেশের জাতীয় দলকে কোচিং করানোর চেয়ে বড় সম্মানের কিছু নেই। আপনি ১৪০ কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করছেন এবং বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ভারতীয়দের প্রতিনিধিত্বও করছেন। এর চেয়ে বড় কিছু কীভাবে থাকতে পারে?

গম্ভীর কখনো পেশাদার কোচিং করাননি। আইপিএলে মেন্টর হিসেবে দুটি দলে কাজ করেছেন। সবশেষ আইপিএলে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছেন। আইপিএল ফাইনালে গম্ভীরের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি এবং সচিব জয় শাহকে। গত ২৮ মে ছিল কোচের পদে আবেদনের শেষ তারিখ। এখন পর্যন্ত কে কে আবেদন করেছেন বা নতুন কোচ কে হচ্ছেন- তার কিছুই জানায়নি বিসিসিআই।

মন্তব্য করুন: