২ বার হ্যাটট্রিকের সুযোগ হারিয়ে খানিকটা আক্ষেপ ফারুকির

২ বার হ্যাটট্রিকের সুযোগ হারিয়ে খানিকটা আক্ষেপ ফারুকির

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেই আগুন ঝরানো বোলিংয়ে আফগানিস্তানকে জিতিয়েছেন ফজলহক ফারুকি। এর মাঝে বাঁহাতি এই পেসার দুইবার পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগ। সেগুলো কাজে লাগাতে না পারায় ম্যাচ শেষে এই নিয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে এই পেসারের কণ্ঠে।

মঙ্গলবার গায়ানায় উগান্ডাকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। ফারুকির বোলিং তোপে বিশ্বকাপের নবাগত দলটি গুটিয়ে যায় মাত্র ৫৮ রানে।

আফগানদের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নামা উগান্ডার ইনিংসের প্রথম ওভারেই হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ফারুকি। দ্বিতীয় তৃতীয় বলে রোনাক প্যাটেল রজার মুকাসাকে সাজঘরের পথ দেখান। হ্যাটট্রিকের খোঁজে পরের বলে করেন দুর্দান্ত এক ইয়র্কার ডেলিভারি। তবে সেই বলটি কোনোমতে ঠেকিয়ে দেন রিয়াজাত আলী শাহ।

এরপর ১৩তম ওভারে নিজের নতুন স্পেলে ফিরেই প্রথম দুই বলে তুলে নেন আরও দুই উইকেট। এবার তার শিকারে পরিণত হন রিয়াজাত অধিনায়ক ব্রায়ান মাসাবা। তবে এবারও কাঙ্ক্ষিত হ্যাটট্রিকের দেখা মেলেনি। তবে ওভারের শেষ বলে রবিনসন ওবুয়াকে ফিরিয়ে পূর্ণ করেন উইকেট।

ওভারে মাত্র রানে উইকেট নিয়ে ম্যাচসেরার খেতাব জেতেন ফারুকি। টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কোনো বোলারের এটি সেরা বোলিং। এছাড়াও এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে এটি আফগানদের দ্বিতীয় সেরা।

ম্যাচ শেষে সেরার পুরস্কার গ্রহণের পর আগেও বেশ কয়েকবার হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করার কথা জানিয়ে ফারুকি বলেন, “এই জয়ে আফগানিস্তানের সকল সমর্থককে অভিনন্দন জানাতে চাই। আমার ক্যারিয়ারে এরই মধ্যে বেশ কয়েকবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও তা করতে পারিনি (হাসি) এটি আসলে আমার নিয়ন্ত্রণে নেই। আবার যদি সুযোগ পাই তাহলে হ্যাটট্রিক পূর্ণ করার চেষ্টা করব আরও ভালোভাবে চেষ্টা করব।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।

মন্তব্য করুন: