আফগানদের কাছে গুঁড়িয়ে যাওয়া উগান্ডার বোলিংয়ে দারুণ কীর্তি

আফগানদের কাছে গুঁড়িয়ে যাওয়া উগান্ডার বোলিংয়ে দারুণ কীর্তি

প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলছে উগান্ডা। নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের কাছে তারা হেরে গেছে ১২৫ রানের বিশাল ব্যবধানে। আফগানদের ১৮৩ রানের জবাবে তারা মাত্র ৫৮ রানে গুটিয়ে যায়। ব্যাট হাতে এমন বাজে পারফর্ম্যান্সের আগে বোলিংয়ে দারুণ এক কীর্তি গড়েছিল উগান্ডা।

গায়ানায় রহমানুল্লাহ গুরবাজ (৭৬) আর ইব্রাহিম জারদানের (৭০) ব্যাটে ১৪.৩ ওভারে ১৫৪ রানের বিশাল ওপেনিং জুটি পায় আফগানিস্তান। এমন জুটির পর তাদের স্কোর দুইশ ছাড়িয়ে যাওয়ার আশা করা যেতেই পারে। কিন্তু ১৫ থেকে ২০- এই শেষ ৬ ওভারে আফগানরা মাত্র ৩১ রান তুলতে পেরেছে। উইকেট হারিয়েছে ৫টি। শুধু তাই নয়, শেষ ৬ ওভারে আফগানরা কোনো বাউন্ডারিও মারতে পারেনি।

টি-টুয়েন্টি ক্রিকেটে পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে এমন ঘটনা ঘটল এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০০৯ সালে কলম্বোতে শ্রীলঙ্কার শেষ ছয় ওভারে একটাও বাউন্ডারি মারতে দেয়নি নিউ জিল্যান্ড। ১৪২ রানের লক্ষ্যে লঙ্কানরা থেমেছিল ৯ উইকেটে ১৩৮ রানে।

বিশ্বকাপে এমন কীর্তি গড়ে কিছুটা স্বস্তি পেতেই পারে উগান্ডা। আর জয়-পরাজয় বা রেকর্ড নিয়ে ভাবছেন না উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা। বিশ্বকাপে দেশের পতাকা ওড়াতে পেরেই তিনি খুশি।

মন্তব্য করুন: