ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে জয়ী হলো বৃষ্টি
৫ জুন ২০২৪
নির্ধারিত সময়ে টস হলেও ম্যাচ শুরু করতে আরও অপেক্ষা করতে হয়েছিল। বেশ কয়েকবার বৃষ্টির বাধা পেরিয়ে মাঠের লড়াইয়ে ইংল্যান্ড বোলাদের সঙ্গে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিল স্কটল্যান্ডের ওপেনাররা। কিন্তু লড়াই করার মতো সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত আর মাঠে গড়ালো না একটি বলও। ফলে অমিমাংসিত থেকেই শেষ হয়েছে ইউরোপের দুই দলের লড়াই।
মঙ্গলবার বার্বাডোজের ব্রিজটাউনে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। বৃষ্টির বাধা পেরিয়ে দলকে দারুণ শুরু এনে দেন জর্জ মানসি ও মাইকেল জোন্স। জফরা আর্চার ও মার্ক উডের গতির ঝড় সামলে ৬ ওভার ১ বলে এই দুই ওপেনার দলের খাতায় যোগ করেন ৫০ রান। তবে এরপর আবারও বৃষ্টি নামলে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে।
বৃষ্টি থামলে খেলার পরিধি ১০ ওভারে কমিয়ে আনা হয়। শেষ ২২ বলে কোনো উইকেট না হারিয়ে আর ৪০ রান যোগ করেন মানসি ও জোন্স। আদিল রশিদের করা অষ্টম ওভারে ২ ছক্কা ও এক চারে তোলেন ১৮ রান। ১০ ওভারে ৯০ রানে স্কটল্যান্ডের ইনিংস থামলে ইংলিশদের সামনে বৃষ্টি আইনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১০৯ রান।
বিরতির পর বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে ইউরোপিয় কোনো দলের সঙ্গে এখনও জয়হীন থাকল ইংল্যান্ড। এর আগে নেদারল্যান্ডসের সঙ্গে দুইবারের দেখায় একবারও জিততে পারেনি ইংলিশরা। এছাড়াও আয়ারল্যান্ডের সঙ্গে ২০১০ আসরের তাদের ম্যাচটি বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়। এরপর ২০২২ আসরে আইরিশদের কাছে হারে ৫ রানে।
মন্তব্য করুন: