বাবররা প্রাইভেট ডিনার পার্টিতে যাওয়ায় খেপেছেন রশিদ লতিফ

বাবররা প্রাইভেট ডিনার পার্টিতে যাওয়ায় খেপেছেন রশিদ লতিফ

পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক যেন সবসময় একসঙ্গে চলে। মাঠ হোক কিংবা মাঠের বাইরে, খেলোয়াড়েরা কোনো না কোনো জটিলতায় পড়ে যান। টি-টুয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাবর আজমরা নাকি একটি প্রাইভেট ডিনার পার্টিতে অংশ নিয়েছিল, যেখানে ২৫ ডলারের বিনিময়ে ভক্তরা তাদের সঙ্গে দেখা করতে পেরেছেন। আর এই পার্টির আয়োজক ছিল খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনই বিস্ফোরক দাবি দিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’- এ পোস্ট করা এক ভিডিওতে রশিদ দাবি করেছেন, প্রাইভেট ডিনার পার্টিতে ২৫ ডলার দিলে ভক্তরা ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে রশিদ বলেছেন, “ডিনার অফিসিয়াল হয়, কিন্তু এটা ছিল প্রাইভেট ডিনার। কে এটা করতে পারে? ভয়ানক ব্যাপার! এর মানে আপনি ২৫ ডলার দিয়ে আমাদের খেলোয়াড়ের সঙ্গে দেখা করতে পারেন। ঈশ্বর না করুন, যদি কোনো সমস্যা হতো, তখন লোকে বলত, ছেলেরা টাকা কামাচ্ছে।”

“লোকেরা আমাকে বলে, কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আমন্ত্রণ জানালে তারা জিজ্ঞেস করে, ‘কত টাকা দেবেন’? আমাদের সময়েও দুই-তিনটি ডিনার পার্টি হতো। তবে সেগুলো অফিসিয়ালি আয়োজন করা হতো। কিন্তু এটা (বাবরদের ডিনার পার্টি) এতটা হাইলাইটেড হওয়ার কারণ এটা বিশ্বকাপের মঞ্চ। ক্রিকেটারদের আরও সতর্ক থাকা উচিত।”

এভাবে টাকার বিনিময়ে ডিনার পার্টিতে যাওয়া বিপক্ষে দাঁড়িয়ে রশিদ আরও বলেন, “আপনি দুই-তিনটি ডিনার করুন, কিন্তু বাণিজ্যিকভাবে নয়। আপনি কোনো দাতব্য কাজের জন্য কিংবা তহবিল সংগ্রহের জন্য ডিনার পার্টিতে যেতেই পারেন। কিন্তু এটি তহবিল সংগ্রহ বা দাতব্য ডিনার পার্টি ছিল না। এটা ছিল পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িতদের নিয়ে একটি প্রাইভেট পার্টি। এমন ভুল আর না করাই ভালো।”

মন্তব্য করুন: