বিভীষিকাময় উইকেটে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত

বিভীষিকাময় উইকেটে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত

নিউ ইয়র্কের আলোচিত সেই উইকেটে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত। শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকার পর এবার ভারত আর আয়ারল্যান্ড টের পেল নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেটের বিভীষিকা। আইরিশদের একশর নিচে গুটিয়ে দিয়ে ভারত জিতেছে ৮ উইকেটে। এই রান তুলতেও যেন তাদের নাভিশ্বাস উঠে গিয়েছিল!

রান তাড়ায় ভারতের ইনিংস উদ্বোধন করেন অধিনায়ক রোহিত শর্মা আর বিরাট কোহলি। তৃতীয় ওভারে ছন্দপতন। মার্ক অ্যাডায়ারের বলে সীমানায় সহজ ক্যাচ দিয়ে ফিরেন ৫ বলে ১ রান করা কোহলি। এরপর রিশাভ পান্তকে নিয়ে এগোতে থাকেন শুরুতে জীবন পাওয়া রোহিত। কঠিন উইকেটে হিটম্যান খ্যাত ভারত অধিনায়ক ফিফটি করেন ৩৬ বলে।

 এক বল পরেই ৫২ রান করে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন। দলের স্কোর তখন ১০ ওভারে ১ উইকেটে ৭৬। উইকেটে আসেন সূর্যকুমার যাদব। তবে তিনি ৪ বলে ২ রানের বেশি করতে পারেননি। বাকি কাজটা সারেন ২৬ বলে অপরাজিত ৩৬ রান করা রিশাভ পান্ত। ১২.২ ওভারে ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এর আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে মাত্র ৯৬ রানে অল-আউট হয় আয়ারল্যান্ড। বিভীষিকাময় উইকেটে আইরিশদের শুরুটা ছিল খুবই ধীরগতির। তৃতীয় ওভারের প্রথম বলে দলীয় ৭ রানে তারা প্রথম উইকেট হারায়। অধিনায়ক পর স্টার্লিংকে (২) ফেরান আর্শদীপ সিং। এরপর ধসে পড়ে আইরিশদের ব্যাটিং লাইনআপ।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬ ওভারে মাত্র ৯৬ রানে তারা অল-আউট হয়। গ্যারেথ ডেনলি সর্বোচ্চ ২৬ রান করেন। ৭ ব্যাটার দুই অংক ছুঁতে পরেননি। ভারতের হয়ে ২৭ রানে ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। দুটি করে নেন আর্শদীপ সিং আর  জসপ্রিত বুমরাহ। এছাড়া অক্ষর প্যাটেল আর মোহাম্মদ সিরাজ নিয়েছেন একটি করে উইকেট।

মন্তব্য করুন: