পাপুয়া নিউ গিনিকে হারিয়ে উগান্ডার প্রথম

পাপুয়া নিউ গিনিকে হারিয়ে উগান্ডার প্রথম

বল হাতে দুর্দান্ত শুরু করে পাপুয়া নিউ গিনিকে একশ রানের আগেই গুটিয়ে দিয়েছিল উগান্ডা। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় নিউ গিনির বোলাররাও। পাওয়ারপ্লেতেই গুঁড়িয়ে দিয়েছিল উগান্ডার টপ-অর্ডার। কিন্তু রিয়াজাত আলী শাহর দৃঢ়তায় শেষ হাসি হেসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি। নিউ গিনিকে ৩ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে উগান্ডা।

বৃহস্পতিবার গায়ানায় টস হেরে ব্যাট করতে নেমে তেমন সুবিধাই করতে পারেনি অভিজ্ঞতায় এগিয়ে থাকা নিউ গিনির ব্যাটাররা। চার বোলাররের জোড়া শিকারে গুটিয়ে যায় তারা মাত্র ৭৭ রানে। জবাবে শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে উগান্ডাও। কিন্তু এক প্রান্ত আগলে রাখা রিয়াজাতের ব্যাটে ১০ বল হাতে রেখে ম্যাচ নিজেদের করে নেয় আফ্রিকার দেশটি।

ছোট লক্ষ্য তাড়ায় আলেই নাও ও নরম্যান ভানুয়ার বোলিং তোপে ২৬ রান ৫ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে উগান্ডা। তবে এক প্রান্তে নিজের উইকেট আগলে রেখে দলের হাল ধরেন চারে নামা রিয়াজাত। ষষ্ঠ উইকেটে জুমা মিয়াগিকে নিয়ে গড়েন ম্যাচ বাঁচানো ৩৫ রানের জুটি। দলীয় ৬১ রানে মিয়াগি (১৩) ফিরলে ভাঙে এই জুটি।

দারুণ খেলতে থাকা রিয়াজাত দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতে ডানহাতি এই ব্যাটারের ৫৬ বলে এক চারে ৩৩ রানের ইনিংসটি থামান ভানুয়া। পরের ওভারে চার্লস আমিনির বল ফাইন লেগে পাঠিয়ে ২ রান নিয়ে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন কেনিথ ওয়াইসওয়া।

এর আগে  নিউ গিনি অধিনায়ক আসাদ ভালাকে দ্বিতীয় বলেই সাজঘরে ফিরিয়ে উগান্ডাকে দারুণ শুরু এনে দেন আলপেশ রামজানি। প্রথম ছয় ওভারে আরও দুই উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি তারা। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতেও হিমশিম খায় নিউ গিনি। ফ্র্যাঙ্ক এনসুবুগার ৪ ওভারে নিতে পারে মাত্র ৪ রান। হারায় দুই উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি অল-আউট হয় ১৯ ওভার ১ বলে।

মন্তব্য করুন: