আমিরের ‘তৃতীয়’ অধ্যায়ে পাকিস্তান কি পাবে তৃতীয় শিরোপা?

আমিরের ‘তৃতীয়’ অধ্যায়ে পাকিস্তান কি পাবে তৃতীয় শিরোপা?

পাকিস্তান ক্রিকেটে বহু আলোচিত ও সমালোচিত নাম হলো মোহাম্মদ আমির। প্রতিভাবান এই পেসার প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ২০০৯ সালে। এরপর স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হয়েছিলেন সব ধরনের ক্রিকেট থেকে। দ্বিতীয়বার জাতীয় দলে ফেরার চার পর অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সেই অবসর ভেঙে চলতি বছর আবার ফিরেছেন জাতীয় দলে। প্রথম দুই অধ্যায়ে পাকিস্তানকে আইসিসির শিরোপা জেতাতে বড় রেখেছিলেন আমির। তাই অনেকের মনেই প্রশ্ন, বাঁহাতি এই পেসার কি এবারও পারবেন পাকিস্তানের শিরোপা খরা কাটাতে?

চলতি শতাব্দীতে এখন পর্যন্ত দুটি আইসিসির শিরোপা জিতেছে পাকিস্তান। প্রথমটি ২০০৯ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ। সে বছরই জাতীয় দলের হয়ে অভিষেক হয় আমিরের। দ্বিতীয়টি ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। এই আসরের আগের বছর বাঁহাতি এই পেসার নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন।

২০০৯ টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় এই পেসারের বয়স ছিল ১৭ বছর। শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসের ফাইনালে দলের সর্বকনিষ্ঠ এই সদস্য মূল কাজটি করে দেন। প্রথম ওভারেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহক তিলকারত্নে দিলশানকে সাজঘরের পথ দেখান তরুণ আমির। শেষ পর্যন্ত উজ্জীবিত পাকিস্তান ম্যাচ জেতে ৮ উইকেটে। স্বাদ পায় তাদের একমাত্র টি-টুয়েন্টি শিরোপার।

তবে পরের বছর লর্ডসে কলঙ্কের জন্ম দেন আমির। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হন। এই ঘটনায় জেল খাটার পাশাপাশি পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের জার্সি গায়ে আবার ফেরেন ২০১৬ সালে।

দ্বিতীয় অধ্যায়ে আট বছর পর ইংল্যান্ডেই পাকিস্তানের আরেকটি শিরোপা জয়ের নায়ক হয়ে ওঠেন আমির। চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। পাকিস্তানের দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য তাড়ায় ভারতের বিখ্যাত টপ-অর্ডার একাই গুঁড়িয়ে দেন আমির। আগুন ঝরানো বোলিংয়ে দুর্দান্ত ছন্দে থাকা রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে ৩৩ রানের মধ্যেই বাঁহাতি এই পেসার সাজঘরে পাঠিয়ে দেন। ১৮০ রানের বিশাল জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ শিরোপা ঘরে তোলে পাকিস্তান।

এরপর ২০২০ সালের শেষ দিকে পিসিবির সে সময়ের ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। পরের সাড়ে তিন বছরে দেশটির ক্রিকেট প্রশাসনে পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। পরিস্থিতি পাল্টালে গত মার্চে অবসর থেকে ফেরার ঘোষণা দেন তিনি। সে সময় পিসিবির বার্তায় ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্যই ৩২ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে দলে ফেরানোর কথা।

বৃহস্পতিবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করবে পাকিস্তান। আর তাই জাতীয় দলে নিজের প্রথম দুই অধ্যায়ের মতো তৃতীয় অধ্যায়েও দলকে আরও একটি শিরোপা জেতানোর চেষ্টায় মাঠে নামবেন আমিরও।

মন্তব্য করুন: