বিশ্বকাপে কিপটে বোলিংয়ের রেকর্ড উগান্ডার এনসুবুগার

বিশ্বকাপে কিপটে বোলিংয়ের রেকর্ড উগান্ডার এনসুবুগার

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই একটি রেকর্ড গড়েছিলেন উগান্ডার ফ্র্যাঙ্ক এনসুবুগা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আসরে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার তিনিই। আর টুর্নামেন্ট শুরুর পর মাঠের পারফরম্যান্স দিয়ে গড়েছেন আরও একটি রেকর্ড। টি-টুয়েন্টির বিশ্ব আসরে কিপটে বোলিংয়ের রেকর্ড গড়েছেন এই ডানহাতি স্পিনার।

বৃহস্পতিবার গায়ানায় পাপুয়া নিউ গিনিকে হারিয়ে ঐতিহাসিক জয় পায় উগান্ডা। নিজেদের প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় আফ্রিকার দেশটি। ম্যাচে বল হাতে আলাদাভাবে নজর কাড়েন এনসুবুগা। ৪ ওভারের বোলিংয়ে ২ মেডেনসহ ৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। আর এতেই রেকর্ডের পাতায় আরও একবার নিজের নাম তুলে নেন ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার।

টি-টুয়েন্টি বিশ্বকাপে ৪ ওভারের বোলিং স্পেলে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড এখন এনসুবুগার। ভেঙে দেন কয়েকদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে আনরিখ নর্কিয়ার করা ৪ ওভারে ৭ রানের রেকর্ড। সেই ম্যাচে ৪ উইকেটও শিকার করেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটে এনসুবুগার পথচলা শুরু হয় থেকে ২৭ বছর আগে। ১৬ বছর বয়সে ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে পূর্ব মধ্য আফ্রিকার হয়ে তার অভিষেক। সে সময় মালাওয়ি, তানজানিয়া, উগান্ডা, জাম্বিয়ার খেলোয়াড়েরা একসঙ্গে এই দলটির হয়ে খেলত।

মন্তব্য করুন: