আমরা তো ‘মায়ের দোয়া’ টিম হয়ে গেছি: সাকিব

আমরা তো ‘মায়ের দোয়া’ টিম হয়ে গেছি: সাকিব

বাংলাদেশ জাতীয় দলের অব্যাহত বাজে পারফর্ম্যান্সে সোশ্যাল সাইটে বিদ্রূপ চলছে জোরেশোরেই। আত্মবিশ্বাস হারিয়ে ফেলা ক্রিকেটাররা নিয়মিতভাবে মিডিয়ার সামনে এসে দোয়া চাওয়ায় ক্রিকেটপ্রেমীরাও খুব বিরক্ত। তাই বাংলাদেশ দলকে ‘মায়ের দোয়া ক্রিকেট টিম’ বলে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড চলছে, যা এবার শোনা গেল খোদ সাকিব আল হাসানের মুখে!

বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। এ উপলক্ষে বৃহস্পতিবার ডালাসে অনুশীলন করেছে টাইগাররা। সেই অনুশীলনের ফাঁকেই সাংবাদিকদের সঙ্গে ছোট্ট এক আড্ডায় সাকিবকে প্রশ্ন করা হয়, তিনি দোয়া চাইবেন কিনা? জবাবে সাকিব হাসতে হাসতে বলেন, “আর দোয়া চাইব না। আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি!”

সাকিবের এই জবাব শুনে উপস্থিত সাংবাদিকরা হেসে গড়িয়ে পড়েন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা বাংলাদেশের ক্রিকেটাররা এখন শুধুই দোয়া চাইছেন। সব ছেড়ে দিয়েছেন ভাগ্যের ওপর। ডালাসে মঙ্গলবার তাসকিন আহমেদ যেমন বললেন, “দোয়া করবেন যেন প্রথম ম্যাচে আমরা ভালো করতে পারি।”

ঠিক তেমনই বিসিবির ভিডিওবার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ বুধবার বললেন, “ট্রফি জিনিসটা আমার মনে হয়, অবশ্যই এটা ভাগ্যেরও সহায়তা লাগে। আমরা হয়তো কয়েকটা বড় টুর্নামেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি। আরেকটি সুযোগ আসছে। আমাদের সমর্থন করুন।”

মন্তব্য করুন: