পাকিস্তানের ড্রেসিংরুমে মানিয়ে নিয়েছেন আমির
৬ জুন ২০২৪
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অবসর ভেঙে প্রায় সাড়ে তিন বছরের বেশি সময় পর পাকিস্তান দলে ফিরেছেন মোহাম্মদ আমির। বাঁহাতি এই পেসার জানিয়েছেন, দীর্ঘ সময় পর দলের সঙ্গে যোগ দিলেও ড্রেসিংরুমের পরিবেশ বেশ ভালো থাকায় চটজলদি নিজেকে মানিয়ে নিতে পেরেছেন।
বৃহস্পতিবার ডালাসে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে গত আসরের রানার্স-আপ পাকিস্তান।
২০০৯ সালের আসরে নিজেদের একমাত্র টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে পাকিস্তান। সেই দলের সদস্য ছিলেন আমির। দলের এবারের লক্ষ্য দীর্ঘদিনের শিরোপা কাটানো। তবে নিজেদের টুর্নামেন্ট শুরুর আগে অভিজ্ঞ এই পেসার সাফ জানিয়ে রাখলেন তাদের লক্ষ্য কেবল একটাই, প্রতিটি ম্যাচ জেতা।
ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে পাকিস্তানকে হারানোর লক্ষ্যের কথা বেশ স্পষ্ট করেই জানান যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে সুপার এইটে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় সহ-আয়োজক দেশটি।
এরপর সংবাদ সম্মেলনে আসা আমিরের কাছে যুক্তরাষ্ট্র অধিনায়কের মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে নিজেদের দিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়ে এই বাঁহাতি পেসার বলেন, “দেখুন, আমরা মূলত নিজেদের নিয়েই ভাবছি। আমরা এখানে জিততে এসেছি এবং প্রতিটি ম্যাচ জিততে চাই। এটা বিশ্বকাপ ক্রিকেট, এখানে ভুলের কোনো সুযোগ নেই। আমাদের প্রতিটি ম্যাচে পারফর্ম করতে হবে।”
“আইসিসি টুর্নামেন্ট মানেই অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে ও এখানে পারফর্ম করতে প্রস্তুত আছি।”
দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরার ফলে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে কি না জানতে চাওয়া হলে আমির বলেন, “একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে যেকোনো পরিস্থির জন্য তৈরি থাকতে হবে। হ্যাঁ, আমি চার বছর পর ফিরে এসেছি। তবে পরিবেশ বেশ ভালো। আমাদের দারুণ কিছু ভালো খেলোয়াড় আছে। আমি এখানে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।”
মন্তব্য করুন: