দারুণ বোলিংয়ে পাকিস্তানের নাভিশ্বাস তুলল যুক্তরাষ্ট্র
৬ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই প্রবল প্রতিরোধের মুখোমুখি হলো পাকিস্তান। একের পর এক চমক দিয়ে যাওয়া স্বাগতিক যুক্তরাষ্ট্র এদিন বল হাতে পাকিস্তানের নাভিশ্বাস তুলল স্বাগতিকরা। মাঝেমধ্যেই ব্যাটিংয়ের গতি হারানো পাকিস্তান লোয়ার অর্ডারের সৌজন্যে তুলল ৭ উইকেটে ১৫৯ রান।
ডালাসে টস হেরে ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ওভারেই ক্যাচ দিয়ে ফিরেন মোহাম্মদ রিজওয়ান (৯)। অপর ওপনার অধিনায়ক বাবর আজম ধীরগতিতে ব্যাট করতে থাকেন। পরবর্তী ব্যাটারদের মাঝে উসমান খান (৩), ফখর জামান (১১) দ্রুত আউট হয়ে যান। বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন নোশতুশ কেনিজিগে।
মিডল অর্ডারে অল-রাউন্ডার শাদাব খান খেলেন ২৫ বলে ১ চার ৩ ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস। তবে পারেননি আজম খান। কেনিজিগের তৃতীয় শিকার হয়ে ‘গোল্ডেন ডাক’ মারেন। বাবর যতটা আশা দেখা দেখিছিলেন, ততটা পূরণ করতে পারেননি। ৪৩ বলে ৩ চার ২ ছক্কায় ৪৪ রানের ধীরগতির ইনিংস খেলে তিনি জসদীপ সিংয়ের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
শেষদিকে ইফতেখার আহমেদ ১৪ বলে করেন ১৮ রান। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ১৬ বলে ২৩* রান তুলে দলের স্কোর ১৫৯ রান পর্যন্ত টেনে নেন। ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন কেনিজিগে। দুটি নিয়েছেন সৌরভ।
মন্তব্য করুন: