যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা অনেক স্মার্ট: বাবর আজম

যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা অনেক স্মার্ট: বাবর আজম

পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম আপসেটের জন্ম দিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শুক্রবার দিবাগত রাতে চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচ জিতে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আর পাকিস্তান ডুবেছে লজ্জায়। ম্যাচ শেষে এই হারের পেছনে বোলারদের ব্যর্থতাকে দায়ী করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ডালাসে আগে ব্যাট করতে নেমে ১৫৯ রান তুলেছিল পাকিস্তান। কিন্তু বোলাররা এই স্কোর ডিফেন্ড করতে পারেনি। বাবর বলেন, আমাদের বোলিং মানসম্মত ছিল না। প্রথম ১০ ওভারে এটার ঘাটতি ছিল। আমরা তারপর ফিরে এলেও ওরা তার আগেই মোমেন্টাম পেয়েছে। তবে আমাদের বোলিং বিচারে (রানের) পুঁজিটা ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিং বিচারে এটা ডিফেন্ড করার মতোই পুঁজি ছিল।

তবে সুপার ওভারে দারুণ জয় তুলে নেওয়ার কৃতিত্ব যুক্তরাষ্ট্রকেই দিয়েছেন বাবর, বোলিংয়ে আমরা এর চেয়ে ভালো। প্রথম ৬ ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারগুলোয় স্পিনারেরা উইকেট নিতে না পারলে চাপে পড়তেই হবে। ১০ ওভার পর আমরা ম্যাচে ফিরলেও সুপার ওভারে ওরা ম্যাচটা যেভাবে শেষ করেছে তাতে কৃতিত্বটা যুক্তরাষ্ট্রেরই।

সুপার ওভারে তিনটি ওয়াইডসহ ১৮ রান দিয়েছিলেন মোহাম্মদ আমির। এরপরও অভিজ্ঞ পেসারের প্রশংসা করলেন অধিনায়ক, সে অভিজ্ঞ বোলার। সে জানে কীভাবে বোলিং করতে হয় এবং আমরা সে অনুযায়ীই ফিল্ডিং সাজিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানেরা অনেক স্মার্ট। বল উইকেটকিপারের হাতে থাকতেও তারা দৌড়েছে (রানের জন্য)। সুপার ওভারে এটা তাদের জন্য প্লাস পয়েন্ট ছিল।

মন্তব্য করুন: