সুপার ওভারের আগেই পাকিস্তানকে হারানো যেত মনে করেন যুক্তরাষ্ট্র অধিনায়ক
৭ জুন ২০২৪
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে চমকের পর চমক দেখিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষ পাকিস্তানকে তারা সুপার ওভারে হারিয়ে দিয়েছে। পাকিস্তানের ১৫৯ রান তাড়ায় নেমে নির্ধারিত ২০ ওভারে একই পরিমাণ রান তুলেছিল স্বাগতিকরা। তবে যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল মনে করেন, মূল ম্যাচেই তাদের জেতা উচিত ছিল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোনাঙ্ক বলেছেন, “আমি আউট হওয়ার পরেও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমার মতে, আমাদের ম্যাচটা শেষ করা উচিত ছিল এবং কোনোভাবেই সুপার ওভারে যাওয়া উচিত হয়নি। তবে আমরা যেভাবে স্নায়ুর চাপ সামলেছি, বিশেষ করে সুপার ওভারে ১৮ রান নেওয়া আমাদেরকে আরও এগিয়ে দিয়েছে।”
মূল ম্যাচের ব্যাটিংয়ে শেষ দিকের কয়েক ওভার ছাড়া পুরো ম্যাচে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। নিজেদের পরিকল্পনা নিয়ে মোনাঙ্ক বলেন, “টস জিতলে আগে বোলিংয়ের পরিকল্পনা ছিল। আমরা জানতাম শুরুর দিকে আধঘণ্টা পেস বোলাররা সহায়তা পেতে পারে। এরপর আমরা যেভাবে তাদের আটকে রেখেছি এবং পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছি, তা আমাদের অনেক সাহায্য করেছি। আর হ্যাঁ এক দিকে ছোট বাউন্ডারির মাঠ ও এই উইকেটে ১৬০ রান দেখে সবসময়ই মনে হয়েছে যে আমাদের সবসময়ই সুযোগ আছে।”
সুপার ওভারে সৌরভ নেত্রাভালকারকে বোলিং দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র অধিনায়ক বলেন, “কন্ডিশন কাজে লাগানোর পরিকল্পনা ছিল আমাদের। বাঁহাতি পেসারের ওভার দা উইকেট থেকে কাটার ও ওয়াইড ইয়র্কার করার কন্ডিশন ছিল। আলি খান সাধারণত স্টাম্পে করে। তবে আমরা তাদেরকে অফ স্টাম্পের বাইরে খেলাতে চেয়েছিলাম। বাঁহাতি পেসারের জন্য এঙ্গেলটা সাহায্য করেছে। এর আগেই সৌরভের ভালো একটি দিন গেছে। তাই আমার পূর্ণ সমর্থন ছিল।”
মন্তব্য করুন: