কোহলির রেকর্ড ভেঙে দিলেন বাবর

কোহলির রেকর্ড ভেঙে দিলেন বাবর

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে হারের পর পাকিস্তান ক্রিকেটে এখন তোলপাড় চলছে। বৃহস্পতিবার রাতের ম্যাচে অধিনায়ক বাবর আজম ৪৩ বলে ৪৪ রানের ধীরগতির ইনিংস খেলেন। অনেকেই পাকিস্তানের স্কোর বড় না হওয়ার পেছনে তাকে দায়ী করছেন। তবে এই ইনিংস খেলার পথেই বিরাট কোহলিকে ছাড়িয়ে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন পাকিস্তান অধিনায়ক।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১১৮টি ম্যাচের ১১০ ইনিংসে কোহলির রান ৪ হাজার ৩৮। এদিন মাঠে নামার আগে কোহলির চেয়ে বাবর পিছিয়ে ছিলেন ১৫ রানে। ১২০ ম্যাচে ১১৩ ইনিংসে বাবরের মোট রান এখন ৪ হাজার ৬৭।

টি-টুয়েন্টি বিশ্বকাপে আগামী ৯ জুন মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেই ম্যাচেই আবার এই রেকর্ড নিজের দখলে আনার সুযোগ পাবেন কোহলি। পার্থক্য বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে বাবরের সামনেও। অর্থাৎ বিশ্বকাপের আসরে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড নিয়ে ভারত এবং পাকিস্তানের দুই ব্যাটারের লড়াই চলতেই থাকবে।

মন্তব্য করুন: