যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হারকে ‘ক্রিকেটের সৌন্দর্য’ বললেন উইলিয়ামসন

যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হারকে ‘ক্রিকেটের সৌন্দর্য’ বললেন উইলিয়ামসন

পরাজয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার তারা হেরে গেছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে। সুপার ওভারে গড়ানো রুদ্ধশ্বাস ম্যাচটি গায়ানায় বসে দেখেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। যুক্তরাষ্ট্রের এই জয়কে তিনি ‘ক্রিকেটের সৌন্দর্য’ হিসেবে দেখছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উইলিয়ামসন বলেন, “দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ ছিল। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, এসব টুর্নামেন্টে সব দলেই প্রতিভাবান খেলোয়াড় থাকে। ওই দিন আপনি কেমন খেলেন (ফল) তার ওপর নির্ভর করে।”

এবারের বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করেছে। দলের সংখ্যা বাড়ানোয় সহযোগী দেশগুলোর এমন পারফরম্যান্স দেখা যাচ্ছে বলে মনে করছেন উইলিয়ামসন, “এ ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলগুলোকে উপকৃত করবে। টুর্নামেন্টে যেকোনো কিছু ঘটতে পারে, আর এটাই খেলাটির সৌন্দর্য। তবে এটা ক্রিকেটের উন্নতির জন্য দারুণ কিছু।”

মন্তব্য করুন: