হারিসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক ক্রিকেটারের বল টেম্পারিংয়ের অভিযোগ

হারিসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক ক্রিকেটারের বল টেম্পারিংয়ের অভিযোগ

পাকিস্তানের পেসার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ক্রিকেটার ইউয়ান রাস্টি থেরন।

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অবিস্মরণীয় জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ডালাসে মূল ম্যাচের শেষ ওভারে স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। তবে হারিসের করা ওভারে ১৪ রান ম্যাচ সুপার নিয়ে যান যুক্তরাষ্ট্রের দুই ব্যাটার অ্যারন জোন্স ও নিতিশ কুমার। সুপার ওভারে তাদের দেওয়া ১৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হওয়ায় হার দিয়েই আসর শুরু করে পাকিস্তান।

দলের জয়ে স্বাভবিকভাবেই আনন্দিত থেরন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হারিসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলে আইসিসির দৃষ্টি আকর্ষণ করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই পেসার। তার মতে, বল পরিবর্তনের পর সেটিতে বুড়ো আঙুলের নখ দিয়ে আঁচড় দেন হারিস।

আইসিসি, আমরা কি কিছুক্ষণ আগে পাল্টানো বলে পাকিস্তানের আঁচড়ে ছালচামড়া তুলে ফেলাটা না দেখার ভান করে থাকব? মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে? আপনারা স্পষ্ট দেখতে পাবেন হারিস রউফ বুড়ো আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়িয়েছে।”

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানান, বল রিভার্স সুইং করায় তাদের পরিকল্পনা ছিল শুরু ইয়র্কার লেন্থে বল করা। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া এখনও কেউ হারিসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেনি।

আন্তর্জাতিক ক্রিকেটে দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন থেরন, যার শুরুটা করেন দক্ষিণ আফ্রিকার হয়ে। ২০১০ সালে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা শুরু হয়। তাদের হয়ে ৪টি ওয়ানডে ও ৯টি টি-টুয়েন্টিতে মাঠে নামেন এই পেসার। এরপর ২০১৯ সালে নাম লেখান যুক্তরাষ্ট্র দলে। দেশটির হয়ে আরও ১৪টি ওয়ানডে ও ৯টি টি-টুয়েন্টিতে মাঠে নামেন ৩৮ বছর বয়সী থেরন।

মন্তব্য করুন: