যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ে বাংলাদেশের কাছে হারের স্মৃতিচারণ শোয়েবের

যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ে বাংলাদেশের কাছে হারের স্মৃতিচারণ শোয়েবের

যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বকাপ ম্যাচ হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই পাকিস্তানের ক্রিকেটে বইছে সমালোচনার ঝড়। দেশটির সাবেক পেসার শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় শুধু হতাশই প্রকাশ করেননি, উদাহরণ দিতে টেনে এনেছেন ১৯৯৯ বিশ্বকাপকে।

ওই আসরে পরাক্রমশালী পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ। যুক্তরাষ্ট্রও এবার প্রথম বিশ্বকাপ খেলছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওবার্তায় এখানেই মিল খুঁজেছেন শোয়েব, “পাকিস্তানের জন্য হতাশার হার। শুরুটা ভালো হলো না। যুক্তরাষ্ট্রের কাছে হেরে আমরা ইতিহাসেরই পুনরাবৃত্তি করলাম, যেমনটা করেছিলাম ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে।”

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির মালিক শোয়েব আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে জয়টা পাকিস্তানের প্রাপ্য ছিল না। কারণ, যুক্তরাষ্ট্র খুব ভালো ক্রিকেট খেলেছে। ম্যাচের নিয়ন্ত্রণে ছিল সব সময়। আমির ম্যাচটা বাঁচানোর চেষ্টা করেছে। আমির–শাহিন সবাই চেষ্টা করেছে। কিন্তু ম্যাচের ৩৭ ওভার (দুই দলের ইনিংস মিলিয়ে) পর্যন্ত যুক্তরাষ্ট্রই এগিয়ে ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটা বের করতে পারিনি।”

বৃহস্পতিবারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান তুলেছিল পাকিস্তান। জবাবে যুক্তরাষ্ট্রও ৩ উইকেটে ১৫৯ রান তুললে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভারে ১৯ রানের টার্গেটে পাকিস্তান করতে পারে কেবল ১৩ রান।

মন্তব্য করুন: