দিলারার দ্রুততম সেঞ্চুরিতে ইতিহাস গড়ল আবাহনী

দিলারার দ্রুততম সেঞ্চুরিতে ইতিহাস গড়ল আবাহনী

দেশকে প্রথম এশিয়া কাপের শিরোপা এনে দিয়েছিলেন মেয়েরা। এবার মেয়েদের হাত ধরেই দেশের ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হলো। দিলারা আক্তারের দ্রুততম সেঞ্চুরি আর স্বর্ণা আক্তারের সেঞ্চুরিতে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুক্রবার আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪০৪ রান। নারী –পুরুষ মিলিয়ে প্রথমবারের মতো দেশের ঘরোয়া ক্রিকেটে কোনো দল চারশ রানের স্কোর গড়ল।

বিকেএসপির ৪ নম্বর মাঠে শুক্রবার জাবিদ আহসান সোহেল ক্রিকেট একাডেমির বিপক্ষে সপ্তম রাউন্ডের ম্যাচে টস জিতে ব্যাটিং নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন আবাহনীর দুই ওপেনার দিলারা আক্তার ও শারমিন সুলতানা। উদ্বোধনী জুটিতে মাত্র ৯৩ বলে আসে ১৩৮ রান। ৫৩ বলে ১৩ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন দিলারা। মেয়েদের লিগে এটিই সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড। গত আসরে ৬৬ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন মোহামেডানের ভারতীয় ব্যাটার জেসিয়া আক্তার।

দিলারা ৫৮ বলে ১০৪ রান করে আউট হন। এরপর চতুর্থ উইকেটে ভারতের প্রাত্থুসা কুমারকে নিয়ে ১১৫ বলে ১৫২ রানের জুটি গড়ে তোলেন স্বর্ণা। দারুণ ব্যাটিংয়ে স্বর্ণা ৭০ বলে ১০ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন। আউট হওয়ার আগে ৯০ বলে ১০ চার ও ৫ ছক্কায় খেলেন ১১৮ রানের ইনিংস। শেষদিকে নাহিদার ২৩ বলে ৩৫ ও অধিনায়ক জাহানারার ১৬ বলে ২৯ রানে আবাহনীর স্কোর ৪০০ পার হয়। জবাবে ২২.৪ ওভারে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব।

ছেলেদের ডিপিএলে দ্রুততম সেঞ্চুরির মালিক হাবিবুর রহমান সোহান। গত আসরে তিনি ৪৯ বলে সেঞ্চুরি করে মাশরাফি বিন মুর্তজার পুরনো রেকর্ড ভেঙে দিয়েছিলেন। এছাড়া ছেলেদের ডিপিএলে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও আবাহনীর। ২০১৭-১৮ মৌসুমের ডিপিএলে তারা ৪ উইকেটে ৩৯৩ রান করেছিল। সব মিলিয়ে মেয়েদের ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের বিশ্ব রেকর্ড শ্রীলঙ্কার ক্যান্ডিয়ান লেডিজ ক্রিকেট ক্লাবের। ২০০৭ সালে পুস্পদানা লেডিজের বিপক্ষে তারা ৪ উইকেটে ৬৩২ রান করেছিল।

মন্তব্য করুন: