বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা
৭ জুন ২০২৪
চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই হানা দিচ্ছে বৃষ্টি্। ইতোমধ্যেই ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আগামী ৯ জুন নিউ ইয়র্কে ভারত-পাকিস্তানের জমজমাট লড়াইয়েও বাগড়া দিতে পারে বৃষ্টি! আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ‘অ্যাকুওয়েদার’ এর বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো এমন সম্ভাবনার কথাই বলছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের শুরুটা হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হার দিয়ে। গত বৃহস্পতিবার সুপার ওভারে গড়ানো ম্যাচটিতে দুর্দান্ত জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। তাই ভারত ম্যাচে জয় পাওয়া পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। যদিও টি-টুয়েন্টি বিশ্বকাপে তারা ৭ বারের দেখায় ভারতের বিপক্ষে জিতেছে মাত্র একবার।
‘অ্যাকুওয়েদার’ বলছে, ম্যাচের দিন স্থানীয় সময় সকাল ১১টার দিকে নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। এছাড়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা ৪২ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। তাই ম্যাচের মাঝে বৃষ্টি নামার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিকাল ৪টার পর বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে।
মন্তব্য করুন: