‘গোল্ডেন ডাক’ মেরে মেজাজ হারিয়ে বিতর্কে আজম খান
৭ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের মহাবিপর্যয়ে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন আজম খান। বিশালদেহী এই ক্রিকেটার মিডল অর্ডারে নেমে ‘গোল্ডেন ডাক’ মারেন। ড্রেসিংরুমে ফেরার সময় এক দর্শকদের দিকেও তিনি তেড়ে যান। এই ঘটনায় পাকিস্তানের ক্রিকেটে সমালোচনার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘জিও টিভি’।
ডালাসে বৃহস্পতিবার বাঁহাতি স্পিনার নোশতুশ কেনিজিগের করা ইনিংসের ত্রয়োদশ ওভারে এলবিডব্লিউ হয়ে যান আজম খান। ড্রেসিংরুমে ফেরার সময় গ্যালারিতে উপস্থিত এক পাকিস্তানি সমর্থক তাকে কটুক্তি করেন। তখন আজম খান তার দিকে কিছু একটা বলতে বলতে এগিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত আজম নিজেকে সংযত করলে ঘটনা বেশি দূর গড়ায়নি। সেই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার মঈন খানের ছেলে আজম খানকে নিয়ে মাঝেমধ্যেই ট্রলিং হয়। বিশেষ করে তার বিশাল দেহ নিয়েই ব্যাঙ্গ-বিদ্রূপ করেন দর্শকরা। এর আগে সাবেক অধিনায়ক ইনজামাম উল হককে এই যন্ত্রণা সামলাতে হয়েছে। একমাত্র পারফর্ম্যান্স দিয়েই এসব বন্ধ করতে পারতেন আজম। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেকে প্রমাণের সেই সুযোগটা তিনি হারালেন। তার ওপর আজমের মেজাজ হারানোর বিষয়টি সমর্থকেরা ভালোভাবে নিচ্ছেন না।
মন্তব্য করুন: