সুপার ওভারে পাকিস্তানের পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ হাফিজ

সুপার ওভারে পাকিস্তানের পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ হাফিজ

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বেশ বাজেভাবেই এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। শঙ্কা দেখা দিয়েছে গত আসরের রানার্স-আপদের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ারও। ম্যাচে দলটির সামগ্রিক পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনাও। আর মোহাম্মদ হাফিজ মনে করছেন, বৃহস্পতিবারের ম্যাচে পাকিস্তান একটি নয়, হেরেছে দুটি ম্যাচ। একই সঙ্গে সুপার ওভারে তাদের পরিকল্পনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির এই সাবেক অধিনায়ক।

ডালাসে মূল ম্যাচের শেষ বলে চার মেরে পাকিস্তানের ১৫৯ রান স্পর্শ করে যুক্তরাষ্ট্র। এরপর সুপার ওভারে বল হাতে মোহাম্মদ আমির দেন ১৮ রান। এর মধ্যে কেবল একটি বাউন্ডারি হলেও অতিরিক্ত থেকে আসে মোট রান। রান তাড়ায় পাকিস্তান করে ১৩ রান। ইফতিখারের আহমেদের সঙ্গে ব্যাটিংয়ে নামলেও পুরো ওভার ননস্ট্রাইক প্রান্তে থাকেন ফখর জামান।

পিটিভির ম্যাচ বিশ্লেষণীগেম অন হ্যায়অনুষ্ঠানে সুপার ওভারে পাকিস্তান দলের দুটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাফিজ। প্রশ্ন তোলেন আমিরের হাতে বল তুলে দেওয়া নিয়ে এবং ইফতিখারের বদলে ফখরের স্ট্রাইকে না যাওয়া নিয়ে।

সুপার ওভার ছাড়াও টাই হওয়া ২০ ওভারের ম্যাচটিও পাকিস্তান হেরেছে জানিয়ে হাফিজ বলেন, “আমরা এক দিনে দুটি ম্যাচ হেরেছি। একটি ২০ ওভারে, আরেকটি সুপার ওভারে। বুঝলাম, এটা নার্ভাসনেস থেকে হয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংসবকিছুতেই নার্ভাসনেস। (যার ফলে) সঠিক সিদ্ধান্তটি নেওয়া গেল না।

দীর্ঘদিন পর জাতীয় দলের বাইরে থাকা আমিরের হাতে সুপার ওভারে বোলিং তুলে দেওয়া নিয়ে অধিনায়ক বাবর আজমেরও সামালোচনা করেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। তার মতে, নাসিম শাহ অথবা শাহিন শাহ আফ্রিদির হাতে বল তুলে দেওয়া উচিত ছিল।

এই মুহূর্তে আমার প্রথম পছন্দ নাসিম শাহ। দ্বিতীয় পছন্দ শাহিন শাহ। আমির চার বছর ধরে পাকিস্তান দলের বাইরে ছিল। আমি বারবার বলার চেষ্টা করছি, টিটুয়েন্টি লিগের সঙ্গে আন্তর্জাতিক টিটুয়েন্টিকে মেলাতে যাবেন না। কিন্তু দলের প্রধান বোলারের ওপর আস্থা না রেখে আপনি নির্ভর করলেন চার বছর পর দলে আসা একজনের ওপর। এই হিসাবটা আমার বুঝে আসেনি।

রান তাড়ায় ফখরকে পাঠিয়ে তাকে ননস্ট্রাইকে রাখাকে ভুল পরিকল্পনা বলে উল্লেখ করে হাফিজ বলেন, “এবার ব্যাটিংয়ের কথায় আসি। এর আগপর্যন্ত যা হবার, তা তো হয়েছেই। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, ফখর জামান কি প্রথম বল খেলার মতো ব্যাটার, না কি ননস্ট্রাইকে দাঁড়িয়ে থাকার ব্যাটার? আপনি দেখছেন বাঁহাতি পেসার বোলিংয়ে, যে ওয়াইড ইয়র্কার করে বল বের করে নিতে চাইবে। সময়ে ডানহাতি ব্যাটসম্যান করবেটা কী? এটা তো বিতর্কিত সিদ্ধান্ত।

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিউ ইয়র্কে আগামী রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

মন্তব্য করুন: