মুস্তাফিজ-রিশাদের নৈপুণ্যে বাংলাদেশের লক্ষ্য ১২৫
৮ জুন ২০২৪
ব্যাট হাতে উড়ন্ত সূচনায় বড় সংগ্রহের দিকেই এগুচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে রাশ টানলেন মুস্তাফিজ রহমান আর রিশাদ হোসেন। সবাই মিলে চেপে ধরে শ্রীরঙ্কাকে লঙ্কানদের ১২৪ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
শনিবার ডালাসে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বেশি সময় নেননি বোলাররা। তৃতীয় ওভারে কুশল মেন্ডিসকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। তবে বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন লঙ্কান ব্যাটাররা। ষষ্ঠ ওভারে তাদের রানের লাগাম টানেন মুস্তাফিজ। প্রথম বলেই তুলে নেন কামিন্দু মেন্ডিসকে। পাওয়ারপ্লেতে আসে ৫৩ রান।
এরপরই লঙ্কানদের চেপে ধরতে শুরু করে বোলাররা। মুস্তাফিজের ওপর চড়াও হতে গিয়ে ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফেরেন পাতুম নিসাঙ্কা। ১৫তম ওভারে ম্যাচের দৃশ্যপট পালটে দেন রিশাদ। প্রথম দুই বলে তুলে নেন চারিত আসালাঙ্কা (১৯) ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (০)। নিজের পরের ওভারে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকেও (২১)।
শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে ৯ উইকেটে ১২৪ রানে। মুস্তাফিজ ও রিশাদ নেন ৩টি করে উইকেট। তাসকিনের শিকার দুটি।
মন্তব্য করুন: