আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না নিউ জিল্যান্ড
৮ জুন ২০২৪
ব্যাট হাতে শুরুটা করে দিয়েছিলেন ওপেনাররা। এরপর বল হাতে বাকি কাজটা সেরেছেন ফজলহক ফারুকি-রশিদ খানরা। আর এতেই নিউ জিল্যান্ডকে ৮৪ রানে গুঁড়িয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
শনিবার গায়ানায় টস হেরে ব্যাট করতে নেমে শতরানের উদ্বোধনী জুটির ওপর ভর করে ১৫৯ রানের সংগ্রহ পায় আফগানরা। লক্ষ্য তাড়ায় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কিউই ব্যাটাররা। গুটিয়ে যায় মাত্র ৭৫ রানে।
বোলিংয়ে আফগানিস্তানকে দারুণ শুরু এনে দেন ফারুকি। নিজের প্রথম ৩ ওভারেই তুলে নেন ৩ কিউই ব্যাটারকে। প্রথম বলেই ভাঙেন ফিন অ্যালেনের স্ট্যাম্প। পরের ওভারেই তুলে নেন আরেক ওপেনার ডেভন কনওয়েকেও। তৃতীয় ওভারে সাজঘরে ফেরান ছন্দে থাকা ড্যারিল মিচেলকে।
পাওয়ারপ্লে শেষ হতেই ৩ উইকেট হারানো নিউ জিল্যান্ডকে একাই গুঁড়িয়ে দেন রশিদ। শুরুটা করেন ৯ রান করা কেইন উইলিয়ামসনকে ফিরিয়ে। এরপর ঘূর্ণি জাদুতে একে একে তুলে নেন মার্ক চ্যাপম্যান (৭), মাইকেল ব্রেসওয়েল (০) ও লকি ফার্গুসনের (২) উইকেট। এর মাঝে ইনিংস সর্বোচ্চ ১৮ রান করা গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারকে সাজঘরে ফেরান মোহাম্মদ নবী।
ম্যাট হেনরিকে ফিরিয়ে ১৫ ওভার ২ বলে কিউই ইনিংসের ইতি টানেন ফারুকি। বাঁহাতি এই পেসার ও রশিদের শিকার ৪টি করে উইকেট।
এর আগে টানা দ্বিতীয় ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে তাদের ১০৩ রানের জুটির পর আর কোনো বড় জুটি গড়তে পারেনি আফগানরা। তাদের এই জুটিতে কিছুটা অবদান আছে কিউই ফিল্ডারদেরও। চতুর্থ ও পঞ্চম ওভারে এই দুই ওপেনারের ক্যাচ ছাড়েন কনওয়ে ও অ্যালেন। দশম ওভারে উইলিয়ামনের কাছে আবার জীবন পান জাদরান।
১৪তম ওভারে ৪৪ রান করা এই ওপেনারকে ফিরিয়ে কিউইদের স্বস্তি এনে দেন হেনরি। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৩ বলে ২২ রান ছাড়া আর কোনো ব্যাটার অবদান না রাখতে পারায় ইনিংস বড় হয়নি আফগানিস্তানের। টানা দ্বিতীয় ফিফটিতে ৫টি করে চার ও ছক্কায় ৫৬ বলে ৮০ রান করেন ম্যাচসেরা গুরবাজ।
টানা দুই বড় জয়ে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করলো আফগানরা।
মন্তব্য করুন: