শূন্য রানে ফিরে সৌম্যর রেকর্ড
৮ জুন ২০২৪
জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিতভাবে অধারাবাহিক সৌম্য সরকারের ব্যাট। এক ম্যাচে রান করছেন তো পরের ম্যাচে ফিরছেন দ্রুতই। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও বাঁহাতি এই ব্যাটার ফিরেছেন শূন্য রানে। আর এতেই এক বিব্রতকর রেকর্ডের খাতায় নাম তুলেছেন তিনি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক মারার’ তালিকায় শীর্ষে এখন বাংলাদেশি এই ক্রিকেটার।
শনিবার ডালাসে শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সাজঘরের পথ দেখেন ২ বল খেলে। ধনঞ্জয়া ডি সিলভার লেগ স্টাম্পের ওপর শর্ট ডেলিভারি অন সাইডে উড়িয়ে খেলার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করে বসেন। মিড অফ থেকে কিছুটা পিছিয়ে সেই সহজ ক্যাচ নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কয়েক মুহূর্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে যান ড্রেসিং রুমের পথে।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবশেষ তিন ইনিংসে এই নিয়ে দ্বিতীয়বার শূন্য রানে আউট হলেন সৌম্য। সব মিলিয়ে ৮৩ ইনিংসের ক্যারিয়ারে বাঁহাতি এই ব্যাটার ১৩ বার সাজঘরের পথ দেখেন রানের খাতা খোলার আগেই।
অবশ্য এই তালিকার চূড়ায় সৌম্য এক নন। তার সঙ্গী হিসেবে আছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। ১৪৩ ইনিংসে ডানহাতি এই ব্যাটারও ডাক মেরেছেন ১৩টি। পরের অবস্থানে আছেন ভারতের অধিনায়ক রোহিত শার্মা। ১৪৪ ইনিংসে তার শূন্য ১২টি। আরও দুজনের সঙ্গে দ্বিতীয়স্থান ভাগাভাগি করছেন এই ওপেনার।
অবশ্য টি-টুয়েন্টি বিশ্বকাপে ডাক মারার দিক দিয়ে সৌম্যর উপরে আছেন আরও দুই ক্রিকেটার। ৫ ইনিংসে রানের খাতা খোলার আগেই আউট হন তিলকারাত্নে দিলশান ও শাহিদ আফ্রিদি। আর লঙ্কানদের বিপক্ষে এটি ছিল সৌম্যর চতুর্থ শূন্য রানের ইনিংস।
এখন পর্যন্ত টি-টুয়েন্টির বিশ্ব আসরে ১৬ ইনিংসে ইনিংস খেললেও কোনো ফিফটির দেখা পাননি এই বাঁহাতি ব্যাটার। সর্বোচ্চ মাত্র ২১। আর ৯ দশমিক ৪৩ গড় ও ৯৮ দশমিক ৬৯ স্ট্রাইক-রেটে তার রান মাত্র ১৫১।
মন্তব্য করুন: