রশিদের কাছে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় অন্যতম সেরা
৮ জুন ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে আফগানিস্তান। শুরুতে কঠিন উইকেটে ওপেনারদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে তারা। এরপর বল হাতে পুরো কিউই ব্যাটিং লাইন-আপকেই গুঁড়িয়ে দিয়েছেন ফজলহক ফারুকি ও রশিদ খান। আর তাই ৮৪ রানের এই ঐতিহাসিক জয়কে দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছেন আফগান অধিনায়ক।
শনিবার গায়ানায় টস হেরে ব্যাটিংয়ে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৫৬ বলে ৮০ রানের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ফারুকি ও অধিনায়ক রশিদ ৪টি করে উইকেট নিয়ে মাত্র ৭৫ রানে অল-আউট করে কেইন উইলিয়ামসনের দলকে। এই নিয়ে টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে একশ’র নিচেই গুটিয়ে দিল আফগান বোলাররা। প্রথম ম্যাচে ফারুকির পেস তোপে উগান্ডা অল-আউট হয় ৮৫ রানে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে রশিদ বলেন, “এটা বড় দলগুলোর বিপক্ষে আমাদের অন্যতম সেরা পারফরম্যান্সগুলোর একটি, বিশেষ করে টি-টুয়েন্টিতে। এটা পুরোটাই দারুণ দলীয় প্রচেষ্টা। এটা শুধু বোলিংয়ের বিষয় না। ব্যাটিংয়ে ইব্রাহিম এবং গুরবাজ যেভাবে শুরু করেছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। তবে তারা যেভাবে খেলেছে, ৭–৯ ওভারের মধ্যে যখন ডট বল হচ্ছিল তখন নিজেদের উইকেট ছুড়ে আসেনি। সব মিলিয়ে আফগানিস্তানের জন্য দারুণ জয় এটি। এই দলের নেতৃত্ব দেওয়া এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে জেতাটা দারুণ এক অনুভূতি।”
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নিজেদের বোলিং নিয়ে আস্থা ছিল জানিয়ে আফগান অধিনায়ক বলেন, “টুর্নামেন্টে আসার আগে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের যে বোলিং ইউনিট আছে তা যদি আমরা তার সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে এই ধরনের পিচে প্রতিপক্ষের জন্য ১৬০ রান করা কঠিন হবে।”
“আমরা জানতাম পিচে বোলারদের জন্য সহায়তা আছে। যতক্ষণ পর্যন্ত আমরা নিয়মিত সঠিক জায়গায় বল করতে থাকব এটা আমাদের কাজে আসবে। সেটাই হয়েছে।”
বড় ব্যবধানে টানা দুই জয়ে সুপার এইটের দৌড়ে ‘সি’ গ্রুপ থেকে অনেকটাই এগিয়ে আছে রশিদ খানের দল। আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে আফগানরা।
মন্তব্য করুন: