এই মাহমুদউল্লাহকে বাদ দিয়েছিল বাংলাদেশ- বিশ্বাস হচ্ছে না হার্শা ভোগলের!

এই মাহমুদউল্লাহকে বাদ দিয়েছিল বাংলাদেশ- বিশ্বাস হচ্ছে না হার্শা ভোগলের!

বাংলাদেশের সেরা ফিনিশার হিসেবে খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ ফর্ম হারিয়ে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। সুযোগ হয়নি সবশেষ এশিয়া কাপেও। জাতীয় দল থেকে বাদ পড়ে নিবিড় অনুশীলন করে নিজেকে ঝালাই করেন এই বর্ষীয়ান ক্রিকেটার। ফিরে আসেন জাতীয় দলে। সেই মাহমুদউল্লাহই চলতি বিশ্বকাপে লঙ্কা বধের অন্যতম নায়ক।

ডালাসে শনিবার বাংলাদেশের জয়ে ১৩ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। বড় স্কোর না হলেও তার ইনিংসের মহিমা কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। জয়ের পথে থাকা বাংলদেশ শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে প্রায় হারতেই বসেছিল! সেখন থেকে ঠান্ডা মাথায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ।

২ উইকেটে জয়ের পর মাঠে নেমে মাহমুদউল্লাহকে জড়িয়ে ধরেন টাইগার কোচ চান্ডিকা হাথুরুসিংহে। সেই মুহূর্তের ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল। ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহকে আরও বড় সার্টিফিকেট দিয়েছেন হার্শা ভোগলে। সোশ্যাল সাইটে জনপ্রিয় এই ধারাভাষ্যকার লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না, কিছুদিন আগেও এই মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ!

মন্তব্য করুন: