লিটন- হৃদয়ের প্রশংসায় হার্শা ভোগলে

লিটন- হৃদয়ের প্রশংসায় হার্শা ভোগলে

অনেক আলোচনা-সমালোচনা সত্ত্বেও ফর্ম হারিয়ে ফেলা লিটন দাসকে নিয়েই টি-টুয়েন্টি বিশ্বকাপে গেছে বাংলাদেশ। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশেও তিনি ছিলেন। রান তাড়ায় ৩৮ বলে ৩৬ রানের ধীরগতির ইনিংস খেলেছেন, যা পরিস্থিতির দাবি মিটিয়েছে। অন্যপ্রান্তে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তাওহীদ হৃদয়। এই দুজনের প্রশংসায় পঞ্চমুখ হলেন হার্শা ভোগলে।

এদিন ডালাসে শ্রীলঙ্কার ১২৪ রান তাড়ায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন হৃদয়। ২০ বলে খেলেন ৪০ রানের ইনিংস। এর মাঝে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা তিন বলে ছক্কা মেরে তিনি সবার নজর কেড়েছেন। লিটন দাসের সঙ্গে গড়েছেন ৬৩ রানের জুটি। এই জুটিটাই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। শেষে ফিনিশিং টাচ দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হৃদয় ও লিটনের প্রশংসা করে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেছেন, “তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেক শুনেছি এবং সেসব মোটেও অতিরঞ্জিত নয়। তাকে দেখে বিশেষ খেলোয়াড়ই মনে হয়। কিন্তু বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরা গুরুত্বপূর্ণ। কারণ, আমি বিশ্বাস করি, সাদা বলে সে তাদের সেরা ব্যাটসম্যান।”

মন্তব্য করুন: