পাকিস্তান ম্যাচের আগে চোটের শঙ্কায় রোহিত

পাকিস্তান ম্যাচের আগে চোটের শঙ্কায় রোহিত

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের গুরুত্ব ম্যাচে মাঠে নামার আগে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে ভারত দল। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন দলের অধিনায়ক রোহিত শর্মা।  

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

রোহিতের বিষয়ে এক প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়া জানায়,শনিবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান ভারত অধিনায়ক। সঙ্গে সঙ্গেই দলের মেডিকেল বিভাগের কর্মকর্তা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে এরপর আবারও অনুশীলন চালিয়ে যান রোহিত।

এর আগে গত বুধবার একই মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটার। সে সময় ৫২ রানে ব্যাটিংয়ে ছিলেন তিনি। ইনিংসের দশম ওভারে জশ লিটলের বলে আঘাত পান রোহিত।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দু’দলের জন্য মর্যাদার লড়াই। তবে এবারের আসরে এই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সুপার এইটের দৌড়ে টিকে থাকার জন্য। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গ্রুপ পর্ব থেকেই টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় আছে বাবর আজমের দল। অন্যদিকে পাকিস্তানকে হারাতে পারলেই সুপার এইট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে রোহিতের দলের জন্য।

‘এ’ গ্রুপে দুই ম্যাচের দুটিতে জিতে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। আরেকটি ম্যাচ জিতলে সুপার এইটের প্রায় নিশ্চিত হয়ে যাবে আসরের সহ-আয়োজকদের জন্য। সেক্ষেত্রে টুর্নামেন্টে টিকে থাকার জন্য ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের বিকল্প নেই।

মন্তব্য করুন: